শোকের সাগরে ভাসিছে স্বদেশ আজ
তোমার স্মরণে,
ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন চলছে সারা দেশে
তোমার বরণে।
মরণেও অমর তুমি মোদের প্রেরণার উৎস
তোমার কারণেই পেয়েছি যে স্বাধীন স্বদেশ
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
আমরা হয়েছি মুক্ত।
জানি তোমার ঋণ শোধ হবে না কোন দিন
তোমার প্রতি তাই অশেষ কৃতজ্ঞতা বিনম্র শ্রদ্ধা
যতদিন আছি মোরা বেঁচে
যতদিন পদ্মা মেঘনা যমুনা নদী রবে মোদের বাংলাদেশে।
যারা পনেরোই আগস্ট নৃশংস হত্যাকান্ডের
ঘৃণ্য কারিগরি।
ওদের জানাই ঘৃণা ওরা দানব বর্বর
মানব হত্যাকারি।
আমরা যারা মুজিব সেনা আমরা যারা মুক্ত
তোমার স্মরণে আজকে মোরা অশ্রুশিক্ত
তোমায় শ্রদ্ধা জানাই তোমার জন্য প্রার্থনা করি
তোমার মঙ্গল কামনায় আজ আমরা স্বতঃস্ফূর্ত।