সে কবিতায় অন্য কেউ ছিলনা—
শুধু আমিই ছিলাম, তোমার পরম আরাধনা হয়ে;
যেন কত জনমের সাধনা!
আবেগ আপ্লুত এই আমি তখন
বুঝে গেছি —স্বার্থক আমার কবিতা লেখা,
স্বার্থক সাধনা।
প্রেম যেন এক সদ্য প্রস্ফুটিত অপরাজিতা ফুল
স্বার্থক সাধনা অবারিত জোছনা যেমন আঁধার রাতে
সবার উপরে স্বর্ণশিখরে বসা এক রাজমুকুট।
এখনও যে সোঁদা মাটি গন্ধ ছড়ায়
আসমান — জমিন ব্যবধান ঘুচিয়ে।
এখনও বৃষ্টি নামে তৃষিত পৃথিবীর বুকে
স্রষ্টার ইশারায় জেগে ওঠে পৌরুষ।
তুমি হও — নরম কোমল কাঁদামাটি
মোরা যেন হংস মিথুন প্রেম সরোবরে
এসো হে, প্রিয়তমা নিরুপমা
ভুলে গিয়ে — সব অতীত গ্লানি..
এখন বর্ষণ মুখর ক্ষণ
বসন্ত আছে থাকবে যুগ যুগ ধরে
তুমি আমি আমরা মিলে তা যে করবো বিরচন
অপার ভালোবেসে..
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩