সকল বাঁধা তুচ্ছ করে
ছাতা মাথায় জনতার ঢল নামে
গণমিছিল হয় স্বতঃস্ফূর্ত ।
মুগ্ধ চোখে চেয়ে থাকি মুক্তিযুদ্ধের ছবি আঁকি
বীর বাঙালি যেন অপ্রতিরোধ্য ।
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে দৃঢ় প্রত্যয়ে
বৈষম্য বিরোধী মিছিলে শ্লোগানে
ক্লান্ত যখন সবে করবে যে কে
পানি বিতরণ! মুগ্ধ উদ্বিগ্ন।
গোটা স্বদেশটাই যে ভীষণ তৃষিত
আসমান ভেঙে পড়ে পানি
যেন স্রষ্টার আশ্বাস বাণী
মুষলধারে বৃষ্টি পড়ে
বেহেশতে বসে তৃপ্তির হাসি হাসে মুগ্ধ;
পৃথিবীর তৃষ্ণা হয় যেন নিবারণ ।
আবু সাঈদের রক্ত নদীর জলে যায় ভেসে
বাঙালির চেতনায় মিশে যায়
নদীর বুকে জোয়ার ওঠে বীর বাঙালি হয় উদ্বুদ্ধ।
কাণ্ডারি নাহিদের জমাটবাঁধা রক্ত
যেন লাল টকটকে এক উদীয়মান সূর্য ।
বাঘিনীরা গর্জে ওঠে উচ্ছ্বল তারুণ্যে
স্বৈরাচারের মসনদে তাই উঠে ভূমিকম্প ।
কবি শুধু লিখে যায় বিজয়ের মন্ত্র
ভয় নাই ভয় নাই বিপ্লবী চেতনার
পাঠক করে পাঠ বাঁধ ভাঙার উচ্ছ্বাসে
অন্যায়ের প্রতিবাদে নামে ঢল জনতার
স্বৈরাচার ভীত সন্ত্রস্ত। বাংলার প্রতিটি ঘর
যেন আজ গড়ে ওঠা দূর্গ,
যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ে ,
থেকে থেকে বাজে রণ তূর্য।