সেজদায় পড়ে প্রার্থনা করি,
হে পরোয়ার দেগার
তুমিতো সহ্য করো না অত্যাচার
নিরীহ মানুষের উপর;
তুমি তো ধ্বংস করো নমরূদ ফেরাউন দুঃশাসন
জালিমের কালোহাত বিষদাঁত দাও ভেঙে
মজলুমের ফরিয়াদ যায় না যে বৃথা
তোমার দরবারে।
তুমিতো প্রশান্ত করো উত্তপ্ত পৃথিবীর বুক
রহমতের বৃষ্টি ঢেলে।
হে প্রভু যারা বিভ্রান্ত পথভ্রষ্ট
তাদের দাও তুমি সৎ পথের সন্ধান
তাদের কামিয়াব করো
তাদের ফেরাও— ধ্বংসের পথ থেকে।
সমৃদ্ধ স্বদেশ গড়ে আমরা যেন করতে পারি প্রমান
সারা পৃথিবীর বুকে আমরা যে উন্নত জাতি
বিশ্বের দরবারে, আমরা যেন লভিতে পারি সম্মান।
শান্তির পতকা যেন উড়ে, বাংলার ঘরে ঘরে
আমাদের এই প্রার্থনা, কবুল করো । কবুল করো ।।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৪