আমার আজকের একটি পোস্টে ফারমার২ বলেছেন:
"আপনি সব জাতি থেকে মিথ্যা বলা শিখেছেন; আপনি সামান্য চাকুরী পাননি লন্ডনে পড়ে।"
আমি উনাকে উত্তরে বলেছি যে, উনি যদি প্রমাণ করতে পারেন যে, আমি লন্ডনে পড়া-লেখা করে কোন চাকরী পাই নাই, বা করি নাই, তাহলে আমি লেখালিখি ছেড়ে দিবো। আর, কি কি মিথ্যা বলেছি, সেটাও যদি উনি বলতেন, আমি শুধরে নিতাম বা ব্যখ্যা করতে পারতাম।
=========
আমি দূর্বল ছাত্রের হাত ছাড়বো না। কাভি নেহি!!!

===============================