নারী, কালো মেয়ে এবং দু’টি সত্য কাহিনী
নারী- øেহময়ী, মমতাময়ী। নারীর সৃষ্টি হয়েছে পূর্ণতা দানে। সেই সৃষ্টির আদিম কাহিনী, আদম (আঃ) যখন সব কিছু পেয়েও অসুখী ছিল, তখন নারীর সৃষ্টি। নারী ছাড়া মানব জীবন অপূর্ণ। আদিকাল হতে নারী স্বাধীনতা, হ্মমতায়ান নিয়ে অনেক কিছুই চলছে। কেউ বলবে এইসব আন্দোলন ঠিক, কেউবা বলবে ঠিক না। বর্তমান প্রেহ্মাপটে নারী অতিব অসহায়। নারী এখন যেন বাজারের পূণ্য। বর্তমানে নারীর যে অবমূল্যায়ন হছে তা পূর্বে কখনও হয় নাই। আজকে নারী পরিণত হয়েছে শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের একটি উত্তম মাধ্যম।
বিঞ্জাপণ আর হিন্দি ছবির যৈান-আবেদনময়ী নারী দেখতে দেখতে, নারীকে কেবল মাত্র যৈান-তৃপ্তি পূরণের মাধ্যম ভাবতে শিখছি। নারী আজ পূরুষের জীবনে পূর্ণতা নিয়ে আসে না, নিয়ে আসে শুধুমাত্র যৈানতা। দু’টি সত্য কহিনী:
কাহিনী এক:
বাদল খুব ভাল ছেলে। খুবই ভাল একটি চাকুরী করে। বলা যায় বিয়ের বাজারে পাত্র হিসাবে নাম্বার ওয়ান। বিয়ের জন্য পাত্রী দেখা চলছে, ছবি দেখা চলছে। কিস্তু দঃখের বিষয় বাদলের কোন মেয়ে পছন্দ হয় না। মেয়ে পছন্দ হবেই বা কেমন করে? হিন্দি বা বাংলা সিনেমার ঝাকানাকা নায়িকা দেখতে দেখতে বাদলের চোখে নারীর সংঞ্জা পরিবর্তন হয়েছে। এখানে শুধু বাদল না, বর্তমানে ছেলেদের সবাই এমন। প্রকৃতপহ্মে ছেলেদের চোখে নারীর সৈান্দর্য্য পরিবর্তন হয়েছে। চিন্তা করুন একটি মেয়ে যদি কালো সে কোথায় যাবে। কালো মেয়ের হ্মমতায়ন হবে না। কালো মেয়ে দিয়ে আর যাই হক ফ্যাশন শো বা মডেলিং হবে না। আর যে সব মেয়ে সুন্দর , তাদের রুপ দেখতে এখন পুরুষরা আনেক ব্যাস্ত। একজন নারীর সৈান্দর্য্য প্রর্দশন অন্য নারীর জন্য অনেক হ্মতিকর। সবাই যদি ঐম্বরীয়ার মত মেয়ে বউ হিসাবে চায় তাইলে কালো মেয়েদের কি হবে? যা হবার সমাজে তাই চলছে, ছেলেরা ঐম্বরীয়া খুজে পায় না আর মেয়েরা শাহরুখ খান খুজে পায় না। এমন ভাবে চললে একদিন নারী-পুরুষের যে ভিত্তি থেকে আদিম সমাজ গড়ে উঠেছিল ভেঙ্গে পড়বে। আমরা যেন আপেহ্মা করছি সে সময়ের জন্য। এর সমাধান? যদি বলা হয় মেয়েদের অবাধ সৌন্দর্য্য প্রর্দশন বন্ধ করে দাও, সাথে সাথে আমি মৈালবাদী হয়ে যাব। আপনার যদি একটি মেয়ে থাকে আর সে যদি কালো হয় তখন বিপদটা কেমন হয়?
কাহিনী দুই:
লিখতে ইচেছ করছে না। আমার খুব কাছের বন্ধু ফোন দিয়েছিল। সব শুনে সে বলল ” দোস্ত তুই আদিম যুগে আছিস, এখন আধুনিক যুগ, এই যুগ হল ধর, মার, কর, ছাড়। তুই এখন আধুনিক হয়ে যা দোস্ত, জীবনটা উপভোগ কর।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




