মানুষের ডার্ক ন্যাচার সমূহ নিয়ে পর্বাকারে পোস্ট দিতেন ব্লগার মি.বিকেল,অনেকেই পড়তেন ;কমেন্ট করতেন। কমেন্ট যারা করতেন তারা নিজেদের ভেতরে এসব খুজে বের করে, রিয়েলাইজ করে কমেন্ট করতো না;করতো অন্য কিছু। যেমন- অনেক কিছু জানলাম কিন্তু আমি তো ফেরেশতা ; আমি ম্যাকায়িভেলি পছন্দ করি না। আমি কুকুরকে খাবার দিই,বুদ্ধ ও রুমীকে জানি।
কিছুদিন আগে Seven Movie দেখেছিলাম,ঐখানে মারাত্নক ৭টা পাপকে তুলে ধরা হয়েছিলো। সেগুলো হলো - অহংকার, অলসতা,ঈর্ষা,ক্রোধ,লোভ,লালসা ও অতিরিক্ত খানাপিনা ;এটা মূলত খৃস্ট্রানেরর লেন্সে দেখা পাপসমূহ। এসরের বাইরে কিছু থেকে থাকলে অন্য কোনো ধর্মীয় লেন্সে, বা আপনার মনের লেন্সে তাহলে বলবেন। দেখবেন আপনি যা বলছেন তা কি আপনি কেন বলতে চাইছেন। কারণ যাদের ছোট বেলায় বেড়ে উঠায় সমস্যা দেখা দেয় প্যারেন্টদের কারণে, পরে এসব ট্রমা হিসেবে সারাজীবন বহন করে ; দেখা যায় বয়স ৫০+ হলেও মনে হবে এই যে ভেতরের ছোটবেলার বাচ্চাটা কথা বলছে,যা সে কখনো পায়নি, সেটা পেতে চাচ্ছে।অভিনয় করছে ক্রমাগত, কিন্তু সেই ট্রমা ভয়ে রুপ নিয়ে সমাজের প্রেসারে কুকিং হচ্ছে নিজের অজান্তেই।
এই ব্লগটা ভালো স্যাম্পল, কারণ এখানে ক/খ শিখেই লিখতে আসে,পড়তে আসে তবুও দূর নক্ষত্র থেকে আলো ফেললেই দেখা যাবে, এখানেও ক্যাচাল,গালাগালি, ছন্মবেশি মানব চরিত্রের মূল্যায়ন একে অন্যকে করে যাচ্ছে; ব্লগের কেউ হয়তো পথেঘাটে উত্তেজিত হয়ে মারামারি করবে না,গালিগালি দিবে না, তবে ব্লগে কেন এমন হয়ে যাচ্ছে? সমস্যা কোথায়?
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮