অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে আসনে বসতে যাচ্ছে। গেঞ্জিরা (জেন-জি) সহ ইউনূস সরকার এবার পালানোর কোথাও যায়গা পাবেনা। ভারত বিশ্ব নেত্রীকে আশ্রয় দিয়েছে এবং আরো কয়েকশত বাটপার ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে লুকিয়ে আছে কিন্তু সেই সুবিধা উড়েএসে জুড়েবসা ইউনূস সরকারের সহযোগীরা পাবেনা এটা বলে দিয়েছে ভারত।
ওদিকে আবার ডোনাল্ড ট্রাম্প ঘোষনা দিয়েছে যে, তিনি সরাসরি হাসিনাকে কোলে করে ভারত থেকে নিয়ে এসে ক্ষমতার নরম তুলতুলে আসনে বসিয়ে স্যালুট জানানোর পর হেলিকপ্টাযোগে সোজা টুঙ্গীপাড়া মুজিবের মাজার মোবারকে গিয়ে মিলাদ মাহফিল করবে তারপর ফ্লাইট যোগে ওয়াসিংটন ডিসি হয়ে হোয়াইট হাউজে ঢুকবেন।
আসুন আমরা যারা ফেসিস্ট, খুনি, ব্যাংক লুটকারী সবাই একসংগে বলে উঠি জয় বাংলা এবার ইউনূস ব্যাটা নিজেকে সামলা।