
অন্ধ বা জন্মান্ধ যারা কোন কিছুই দেখেনা তাদের কথা আলাদা কিন্তু যাদের চোখ আছে, জ্ঞান আছে, বিবেক আছে তারা কেন দেখেনা? তারা কেন একবারও তাদের নিজেকে প্রশ্ন করেনা যে, তাদের চোর নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়েছে সেখানে মৌজমাস্তি করছে কিন্তু বিকেকান্ধ, উচ্ছিষ্টভোগী, হাড়গোড় খেকো ভক্তদের ফেলে রাতের আধারে তাদের গুরুরা বিদেশে পাড়ে জমিয়েছে। বিদেশে তাদের আলিশান ঘরবাড়ি, বৌ, ছেলে, মেয়ে নিয়ে সেখানে দিব্বি আরামে দিনাতিপাত করছে, করছে মৌজমাস্তি। শুরাপান করছে ফোনে উচ্ছিষ্টভোগীদের উস্কেদিচ্ছে। সেই উস্কানীতে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে, চেতনা ব্যবসার তালে আছে। চেতনা ব্যবসার স্টেকহোল্ডার নিরাপদে বিদেশে বসবাস করছে।
এরা কি একবারও ভাবেনা ব্যাংকগুলো লুট করা হলো আজ বাধ্য হয়ে ৫ ব্যাংককে একত্রিত করতে হচ্ছে, জনগন আমানত পাওয়া নিয়ে চিন্তুায় আছে। তারপর আম্লিগ নতুন করে যে কয়বার ক্ষমতায় এসেছে সেই কয়বারই শেয়ারবাজার লুট হয়েছে, লুটের হোতা ছিল জ্বিনের বাদশা, তদন্তেও জ্বিনের বাদশার নাম এসেছিল তারপরও জ্বিনের বাদশার একখানা নিম্নাঙ্গের লোম তুলতে পারেনি কেউ হাসিনার কারণে।
তাহলে ক্লোন রাফা কোন উদ্দেশ্যে ব্লগে নিয়মিত ধ্বংসাত্নক কাজের উস্কানী দিয়ে যাচ্ছে? সরকারের গোয়েন্দা বাহিনীর উচিত হবে ক্লোন রাফ'র "র" কানেকশন খতিয়ে দেখা। সেই সংগে ব্লগে একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রচারণা চালাচ্ছে সেটাও দেখা উচিৎ বলে মনে করি।
এই স্বার্থান্বেষীরা সবাই ধ্বংসাত্মক কার্যক্রম ঘটানোর চেষ্টায় জড়িত এবং প্রতিনিয়ত এরা ধ্বংসাত্মক কার্যক্রমের উস্কানী দেওয়া ও বাস্তবায়নের সংগে জড়িত। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা একান্ত জরুরী।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


