
ব্লগার শ্রাবণধারা বলেছেন বাউলদের দেহতত্ব এবং স্রষ্টা সম্পর্কিত ধারণা অত্যন্ত গভীর ও জটিল হয় বেশ ভালো কথা মেনে নিলাম। এখন কথা হলো যদি তাদের দেহতত্ব এবং স্রষ্টা সম্পর্কিত ধারণা অত্যন্ত গভীর ও জটিল হয় তাহলে সেগুলো বমন করার দরকার কী? তাদের এতো গভীর ও জটিল তত্ত্ব সাধারণ মানুষ তো নিতে পারবেননা তার মানে কি এই না যে দেশে একটা ঝামেলা সৃষ্টি করা ওদের মূল লক্ষ্য। ওদের পক্ষ নেওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করিনা বা বিপক্ষে গিয়ে ওদের মারধর করার কোন কারণ আছে বলেও মনে করিনা কারণ দেশে আইন আছে, বিচার আছে। আপনার পছন্দ না হলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। ব্লগে কেউ কেউ বমনকারীদের মহান বলে উল্লেখ করছে; এর পিছনে জটিল রহস্য কাজ করছে। (সাবধান কেউ আইন হাতে তুলে নেবেন না দেশে আইন আছে সেহেতু আইনের আশ্রয় নিতে পারেন। আমাকে আবার সন্ত্রাসীর মদতদাতাও বলবেন না
আল্লাহর কথার গোয়া মাথা কিছুই পায়না আবুল সরকার! মাথা কোনটা গোয়া কোনটা সে পায়না। ...... আল্লাহ এক মুখে কয় কথা কয় ওটা মুখ না হুক ..... ফেরেস্তাদের গোয়া কেটে ফালাইছি .......(নাউজুবিল্লাহ) অর্থাৎ সরাসরি ধর্মকে প্রত্যাঘাত করছে সে, ধর্মকে বিকৃত করে দেশে মহা গ্যাঞ্জাম লাগানো চেষ্টা করছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। প্রাকটিসিং মুসলিম সবাই না ক্ষ্যাপলেও কিছু অংশ তো ক্ষ্যাপবেই এটা সাধারণ কথা; কিছু অংশকে ক্ষ্যাপানোর লক্ষ্যেই ইচ্ছাকৃতভাবে আউল-বাউল মেতে উঠেছে পিছন থেকে কাতুকুতু দিচ্ছে ২৪ এর পরাজিত শক্তি।
ব্লগে সুশীলরা আবুল সরকারের জন্য প্রাণ পর্যন্ত দিতে উঠেপড়ে লেগেছে; সুশীলরা একবারও বলছেনা তোমরা তোমাদের দেহতত্ব এবং স্রষ্টা সম্পর্কিত অত্যন্ত গভীর ও জটিল বিষয় নিয়ে তোমাদের মতো করে থাকো অন্যকে খোঁচাখুচি করতে যেয়োনা তাহলে দেশে ফ্যাসাদ সৃষ্টি হবে। সুশীলরা ইসলামিষ্ট ও মব দেখতে পাচ্ছে কিন্তু সুড়সুড়ি দেখতে পাচ্ছেনা!
এখানে মহান আবুল সরকার!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


