আমি বিগত ২৫ জুলাই তারিখে সামুতে রেজিস্ট্রেশন করেছিলাম । সামুর শর্ত অনুযায়ী ফ্লাডিঙের কারনে সাত দিন নতুন ব্লগারদের প্রথম পাতায় এ্যাকসেস দেয়া হয় না । এ সময়ে কিছু ভাল লিখা লিথতে বলা হয় এবং ভাল লিখলে প্রথম পাতায় এ্যাকসেস দেয়া হবে বলা হয় । এর দুই মাস পনের দিনে আমি চারটি পোষ্টও লিখিছি । পোষ্টগুলোর মান কি এত খারাপ যে আমাকে প্রথম পাতায় একসেস দেয়া হয় নি । এর মাঝে আমি আমার এক বন্ধুর কাছে শুনলাম যে সামুর কাছে সমস্যা লিছে পাঠালে প্রথম পাতায় এ্যাকসেস দেয়া হবে । আমি দুই বার সমস্যার কথা সামুর কাছে লিখে পাঠালাম কিন্তু কিছুই হল না । প্রথম কিছুদিন দুএকজন ব্লগার আমার ব্লগে আসলেও পরে আর কোন ব্লগার আসত না ।
আমার পোষ্টগুলো তালিকা নিচে দেয়া হলো ।
পরিবেশের দুষণে আমাদের কি কিছুই করার নেই !!!
প্রকাশকালঃ ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৪
পোষ্টটি ০ জনের ভাল লেগেছে : ০ জনের ভাল লাগেনি: ১ বার পঠিত : ০টি মন্তব্য
স্বাস্থ্য কমাতে খাবার কম খাওয়ার উপায়
প্রকাশকালঃ ৩০ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৮
পোষ্টটি ১ জনের ভাল লেগেছে : ০ জনের ভাল লাগেনি: ৪ বার পঠিত : ২টি মন্তব্য
আমরা কি কুলিদের কাছে জিম্মি ???
প্রকাশকালঃ২২ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৪
পোষ্টটি ০ জনের ভাল লেগেছে : ০ জনের ভাল লাগেনি: ৩ বার পঠিত : ৩টি মন্তব্য
বাংলাদেশে হারবাল চিকিৎসা
প্রকাশকালঃ ১৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫৪
পোষ্টটি ১ জনের ভাল লেগেছে : ০ জনের ভাল লাগেনি: ১২ বার পঠিত : ৩টি মন্তব্য
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪টি
মন্তব্য করেছেন: ৭টি
মন্তব্য পেয়েছেন: ৮টি
ব্লগ লিখেছেন: ২ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ১৬২ বার দেখা হয়েছে
যারা আমার ব্লগ প্রদর্শন করেছে তারা হলঃ
অনন্ত আকাশ
হাসান মাহবুব
রেজাউল ইসলাম
আকাশদেখি
আগমন
দুরন্ত বালক
বোকা মানব
এস.এম.ৈসকত
এম.এফ.মোরশেদ
মাইক্রোস্টেপ
ফয়সল নোই
ফটো পাগল
আলিসন আলভা
চন্দ্রগ্রহন
তাজুল ইসলাম মুন্না
ভাইস্তা
সাইমুম
সবুজ_বাংলা০৭হেপি
করণিক আখতার
টম.
সাদা কালো এবং ধূসর
প্রথম পাতার ডান পাশের নিচের দিকে নতুন ব্লগাদের লিস্ট দেয়া হয় । আমার নাম কখনও সেই লিস্টে দেখিনি একই নামগুলো অনেক দিন ধরে দেখছি ।
সামুর মডারেটর ও ব্লগাদের কাছে জানতে চাইঃ
আমি কি সামুর কোন নীতি ভঙ্গ করেছি ? নীতি ভঙ্গ করলে কোন নীতি ভঙ্গ করেছি ?
আমার নাম নতুন ব্লগাদের লিস্টে নাই কেন ?
প্রথম পাতায় এ্যাকসেস পেতে এতদিন লাগার কারন কি ?
সারা দিনের ক্রমানুসারে পোষ্টেও আমার কোন পোষ্ট পাওয়া যেত না, তার কারন কি ? পোষ্টগুলো আমি পড়ব না ব্লগার পড়বে না মডুরা পড়বে ( কোন ব্লগার সারা দিনের পোষ্ট দেখলেও আমার পোষ্ট পেত না)?
আমি নতুন ব্লগার । আমি সামুর নীতি পড়েছে এবং আমি কোন নীতি ভঙ্গ করি নি । যদি আমি কোন নীতি ভঙ্গ করে থাকি তার কারন জানালে পরবর্তীতে সে নীতি ভঙ্গ করব না । আর যদি কোন নীতি ভঙ্গ করে না থাকি তাহলে আমার সাথে কেন এমন হল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



