আমার চোখের উপর আওয়ামী লীগ ৩য় বার পালালো; ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্তের মামলায় শেখ সাহেবকে গ্রেফতার করায় আইয়ুব খান। আইয়ুব খান ইন্ডিয়া শব্দটা শুনলে, উহার ২ কান দিয়ে ধুয়া বের হতো। শেখকে এরেষ্ট করার পর, পুরো আওয়ামোো লীগ হাওয়া; কেহ নেই; শুধু তাজউদ্দিন সাহবের বউকে বাড়ীতে পেলো আইয়ুবের গোয়েন্দারা । আইয়ুব খান পুরো বাংগালী জাতিকে শিক্ষা দেয়ার জন্য শেখের প্রহসনমুলক বিচার করে, ফাঁসীর রায় টাইপ করায়ে পরেদিন ঘোষণা করার জন্য রেডি; মওলানার কোন এক গোয়েন্দা মওলানাকে খবর দিলো যে, শেখকে ঝুলানোর প্রসেস শুরু হয়ে গেছে।
মওলানা হেঁটে সেন্ট্রাল জেলের দিকে রওয়ানা দিলেন; সাথে নেমে এলো জনতা; ৩য় সারিতে নামলো আওয়ামী লীগ; যাক, ৩ মাস লুকায়ে থাকার পর, মওলানার পেছনে পেছনে রাষ্তায় এলো।
১৯৭৫ সালে মিলিটারীর জেনারেলরা শেখকে হত্যা করলো; শুনে আওয়ামী লীগ ৩ ভাগ হয়ে গেলো; কিন্তু ৩ ভাগ না'হয়ে, যদি হাতে ১টা করে লাঠি নিয়ে ক্যান্টনমেন্টের দিকে রওয়ানা দিতো জেনারেল জিয়া বোরখা পরে, রিকসায় চড়ে পালিয়ে যেতো; এবার মওলানা নামলেন না; কারণ, আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকে ১৯৭৪ সাল অবধি ভালো আচরণ করেনি। যাক, সেইবার শেখ হাসিনা ৫ বছর ভারতে অবস্হান করে, ইন্দিরা গান্ধীর কাছে পড়ালেখা করে, দেশে এসে ৩ আওয়ামী লীগকে এক করলেন!
এবার আওয়ামী লীগ পালায়েছে লাঠিয়াল হিসেবে পরাজিত হয়ে; এদের মাঝে কোন রাজনীতিবিদ নেই, শেখ হাসিনার ফেরার বয়স নেই, ফেরার উপায় কি?
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:১০