গত ২ দিন সেনাপ্রধান কোমলমতিদেরকে ( ৫ তারা জেনারেল ) উনার কমান্ড অফিসারের মত মেনে চলছে ও ভীত-সন্ত্রস্ত হয়ে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করছে; মনে হচ্ছে, উনি কমান্ড থেকে নিরাপদে সরতে চাচ্ছেন। ড: ইউনুস ওখানে টিকবেন কিনা সন্দেহ আছে; ড: ইউনুস যদি দীর্ঘ সময় ধরে এদের সাথে কাজ করে থাকেন ইতিমধ্যে, সেটা আলাদা ব্যাপার; আর যদি হয় যে, উনি কোমলমতিদের সাথে এখন থেকে কাজে যোগ দিবেন, তা'হলে উনি ওখানে টিকে থাকার ব্যাপারে আমার সন্দেহ আছে।
কোমলমতিরা সামরিক বাহিনীর উপর হাত দিয়েছে; ইহা কোনদিকে যাবে, এখনো বুঝা যাচ্ছে না।
গত ৩ দিনে আমাদের এলাকায় বাড়ীতে ও ব্যবসায় যেভাবে আগুণ দেয়া হয়েছে, উহার দাগ আগামী ২/১ বছর থাকবে। নিরীহ তৃণমুল আওয়ামী সাপোর্টারকে যেভাবে মেরেছে, এরা আজীবনের জন্য পংগু হয়ে গেছে; ১ জনও প্রাণের ভয়ে হাসপাতালে যায়নি।
কোমলমতিরা হয়তো গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই তারা ভাবলেশহীন; আর যদি তারা গৃহযুদ্ধের সম্ভাবনার কথা না ভেবেই দেশকে এখানে এনেছে, তাদেরকে মানসিকভাবে পুরোদেশ চালানোর জন্য তৈরি থাকতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩০