ড: ইউনুস হলেন শেখ হাসিনা, জামাত-শিবির ও হেফাজতের শ্রত্রু; উনার নোবেল প্রাপ্তি ও পদ্মাসেতুর ব্যাপারে উনাকে মিথ্যা দোষারোপ, উনাার অবদান ও বেকুবী নিয়ে আমি "ফারমার" ও "চাঁদগাজী" নিকে, ২০১২-২০২২ সালের মাঝে ৪০০'এর বেশী পোষ্ট লিখেছি ড: ইউনুসের পক্ষে; চট্টগ্রামের মানুষ হিসেবে আমি উনার সাথে পরিচিত। ড: ইউনুসের গুণাবলির কথা লিখতে হলে, আরো ৩০০ পোষ্ট লিখতে হবে; আজকের পোষ্টটি উনার বেকুবী ও লোভ নিয়ে।
১) গ্রামীনফোন কর্পোরেশন যদি গ্রামীনের নিজস্ব ক্যাপিটেলে প্রতিষ্ঠা করা হতো, ইহার লাভ ক্ষতি যা হতো তা কোথায় যেতো? নরটেলের সাথে "জয়েন্ট ভেনচার" করায়, ইহার অর্ধেক লাভ কোন দেশে চলে যাচ্ছে? গ্রামীনফোন করার সময় গ্রামীনের কাছে দরকারী পরিমাণ ক্যাপিটেল ছিলো কিনা? এই ধরেণের "জয়েন্ট ভেনচার" করা কি বড়বুদ্ধির পরিচয়, লোভ নাকি বেকুবী?
লোভের উদাহরণ: গ্রামীন ফোনের অর্ধেক মালিকানা গ্রামীন কর্পোরেশনের, শেয়ারের ৫০ ভাগ গ্রামীন কর্পোরেশনের; কিন্তু মনে হচ্ছে, ড: ইউনুসের কাছে উনার ব্যক্তিগত একাউন্টে বিপুল পরিমাণ গ্রামীন শেয়ার আছে। উনি ইহা নিয়ে পরিস্কারভাবে কিছু বলেন না যে, তিনি কি আইপিও কিনেছিলেন, নাকি নরটেল উনাকে দিয়েছে! যদি নরটেল দিয়ে থাকে ইহা মহা অন্যায়।
২) বলদ মুহিত ( অবশ্যই শেখ হাসিনাকে খুশী করতে ) যখন বয়সের কারণ দেখিয়ে গ্রামীন ব্যাংক থেকে সারায় দেয়, সেটা যদি মেনে নিতেন, উহা বুদ্ধিমানের কাজ হতো, নাকি কোর্টের যাওয়া ঠিক ছিলো? উনি কার দ্বারা নিয়ন্তিত কোর্টে গেলেন? ইহা কিসের পরিচয়?
৩) উনি বিদেশে পরামর্শ দিয়ে ও লেকচার দিয়ে প্রায় ১০০ মিলিয়নের মতো ডলার আয় করেছেন; সেই আয়ের ছোট অংশ দেশে আনার সময়, কাষ্টমস রেভেনিউ'এর লোকজন সন্মান করে "ট্যাক্স ফ্রি" করে দিয়েছিলো; কিন্তু উহা সরকারী নিয়মে পড়ে না। এই নিয়ে মুহিতের লোকজন যখন উনাকে কোর্টে নিয়ে যায়, উনার কি করার দরকার ছিলো? উনি কি করেছেন, উনি বিনাডকুমেন্টে দাবী করেছিলেন যে, সরকারের লোকেরা উনার কাছে ট্যাক্স চাহেনি। ইহা ছিলো মহা বেকুবী।
দেশের এই ভয়ংকর সময়ে উনি দেশের হাল ধরেছেন, এটা সবচেয়ে ভালো কথা; তবে, উনি যেই কোমলমতিদের হাতে পড়েছেন,ইহা ভালো খবর নয়, এই কোমলমতিরা ভয়ংকর ট্রেনিং প্রাপ্ত লোকজন।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৭