শেখ হাসিনার সরকারের পতনের পর, দেশের ভার নিয়েছে সেনাবাহিনী! ভার নেয়ার পর, তারা যদি দেশে সামরিক আইন দিয়ে, ১ জন মিলিটারী এডমিনিষ্ট্রেটর নিয়োগ করতো, সেটা হতো খারাপ পদক্ষেপ; সেটা করেছিলো জিয়া, এরশাদ ও মঈন; কিন্তু এবারের ঘটনায় সেনাবাহিনী সেই খারাপ পথে না'গিয়ে ১টি অন্তর্বর্তীকালীন সরকার করার কথা ঘোষণা দেয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও এডভাইজারদের নিয়োগ কাহারা দেয়ার কথা? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও এডভাইজারদের লিষ্ট এসেছিলো "কোমলমতিদের" থেকে । শুধু তাই নয়, মংগলবারে "কোমলমতিদের" ১ জন সমন্বয়কারী সেনাপ্রধানের সাথে দেখা করে, রা্ত ১২টার মাঝে তাদের লিষ্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ঘোষণা দেয়ার জন্য আলটিমেটাম দেয়।
এই তৎপরতাগুলোকে আপনারা কিভাবে দেখছেন?
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬