কোমলমতিদের ঘরে ফেরার সময় হয়েছে; ঠিক সময়ে নিজেরা নিজের থেকে ঘরে না'ফিরলে, ঠেংগায়ে ঘরে ফেরানোর দরকার হতে পারে।
কোমলমতিদের রক্তাক্ত আন্দোলনের ফলে, কয়েকটা দরকারী কাজ হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, পুলিশ কিছু সময়ের জন্য হলেও ঘুষ নেয়া বন্ধ করবে, ব্যাংক থেকে শিল্পখাতে নতুন করে ঋণের নামে ডাকাতিও সাময়িকভাবে বন্ধ হয়েছে।
তবে, কাহাদের রক্ত ঝরলো, কি কারণে এ্ত বেশী মানুষের রক্ত ঝরলো, এরা কি কোমলমতি, নাকি সাধারণ মানুষ, ইহা বের করার দরকার হবে যথাসময়ে।
এখন কিন্তু কোমলমতিরা ভয়ংকর এনা্র্খির সৃষ্টি করছে, ইহাতে ড: ইউনুসের সরকার ফেল করার সম্ভাবনা আছে; কোমলমতিরা নিজ পরিচয় দিয়ে নিজ নিজ ঘরে চলে যেতে হবে; তারা ভেঁড়ার চামড়া পরে, অনেক এনার্খীর সৃষ্টি করেছে।
কোমলমতিরা ড: ইউনুসের সরকার ও দেশের প্রশাসন নিয়ে আর মাথা ঘামানোর দরকার।নেই। যেই ২ জন সরকারের আছে, তাদেরকে ঘরে ফিরে যেতে হবে। কোমলমতিদের এনার্খীর ফলে লাখ লাখ চাকুরে পালিয়ে বেড়াচ্ছে; বেশ কয়েক হাজারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে; প্রশাসন ওদেরকে চাকুরীতে আনতে হবে; না'হয় দেশ ক্রমাগতভাবে এনার্খীর দিকে যেতে থাকবে ও ড: ইউনুসের সরকার ফেইল করবে।
এখন পুরো জাতির কাজ হবে, ড: ইউনুসকে সাহায্য করা, যাতে তিনি দেশকে চালু করতে পারেন, সরকারী চাকুরেদের বেতন দিতে পারেন ও কলকারখানাকে চালু রাখতে পারেন। কেহ ধর্মঘট করতে চাইলে, তাদেরকে ঘরে গিয়ে কাজে পাঠাতে হবে।
দেশের তহবিলে টাকা নেই; টাকার খবর জানে সেক্রেটারীরা। ড: ইউনুস পুরোজাতির মাঝে সবচেয়ে ভালো ব্যাংকার; উনি বের করতে পারবেন কে কত টাকা কিভাবে কোথায় নিয়েছে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০১