আমেরিকার রাজনীতি কঠিন ব্যাপার; সাথে সাথে, সামুর ব্লগারদের মাঝে প্রশ্নফাঁস জেনারেশনের প্রচুর লোকজন থাকায় রাজনৈতিক পোষ্ট লিখা খুব একটা উৎসাহের ব্যাপার নয়।
বাবার চাকুরীর সুবাদে, ব্লগার জুনের আনন্দময় কৈশোর কেটেছে আমাদের এলাকায়; উনি যখন চেয়েছেন, পাহাড়ে উঠেছেন, সেখানে আমলকি ও পেয়ারা খেয়েছেন, পান-বাগানে গেছেন, সমুদ্রে গেছেন; প্রকৃতির কোলে মানুষ হয়েছেন। উনি আমাকে কাকু ডাকার কথা; কিন্ত জটিল ভাই, ঢাবিয়ান, জুল ভার্ণ, ভুয়ার পোষ্ট পড়ে উনার মেজাজ খারাপ হলে উনি আমাকে কাগু ডাকেন।
জটিল ভাই, জুল ভার্ণ, ঢাবিয়ান, ভুয়া, শেরজা, সোনালী কাবিন, করুণাধারারা কোমলমতিদের বিজয়ে হরিপুরের লোকদের মতো চোখমুখ বন্ধ করে ঢোল বাজাচ্ছে; কিন্তু আমার ধারণা, কোমলমতিরা পাকিস্তানের আইএসআই'এর পরিচালনায় আন্দোলনে হাজার লাশের রাজনীতি করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে।
শেখ হাসিনাকে সরানোর দরকার ছিলো; কিন্তু কোমলমতিরা শেখ হাসিনাকে সরানোর ফলে, দেশ ১০০ ভাগ অনিশ্চয়তার মাঝে প্রবেশ করেছে ও আমরা এখন পাকিস্তান ও আমেরিকার কন্ট্রোলে আছি।
পাকিস্তান এই আন্দোলনের ডিজাইন ও কৌশলে ভয়ংকর হত্যাকান্ড ঘটায়ে ইহাকে বাস্তবায়ন করায়েছে; আন্দোলনের পর, এনার্খী বন্ধ করে, দেশকে রক্ষার জন্য আমেরিকা ড: ইউনুসকে "লিষ্টে" ঢুকিয়ে দিয়েছে।
পাকিস্তান পাকিস্তানের মতো আছে, আমেরিকায় এক ভয়ংকর নির্বাচন হচ্ছে ও আমরা এনার্খীর মাঝে এক অদক্ষ অস্হায়ী সরকারের হাতে আছি। এই সরকারের একজন, ড: ইউনুসই আমাদের একমাত্র কানা মামা; উনার ভবিষ্যত নির্ভর করছে আমেরিকার আগামী প্রেসিডেন্ট্বের উপর; ট্রাম্প নির্বাচিত হলে, উনার ভবিষ্যত বাংলাদেশের মতো অনিশ্চিত হয়ে যাবে।
গতকাল আমেরিকার নির্বাচনের একটা গুরুত্বপুর্ণ ফেইজ ছিলো: প্রেসিডেন্সিয়াল ডিবেইট; আমার ধারণা, ড: ইউনুস সকালবেলা উঠে টিভির সামনে বসেছিলেন দেড় ঘন্টা; কিন্তু সামুর ৯৫ ভাগ ব্লগার উহা দেখেছেন বলে মনে হয় না।
আমেরিকার রাজনীতি নিয়ে লিখলে পাঠক পাওয়া মুশকিল, সেজন্য লিখতে খুব একটা ইচ্ছে হয় না; আশাকরি, জুন ডিবেইট দেখেছেন।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪