স্যাকুলারিজম মতবাদটিকে ধর্মনিরপেক্ষতাবাদ বলা একধরনের আদর্শিক ও রাজনৈতিক ধাপ্পাবাজি। এর প্রকৃত : অর্থ ইহজাগতিকতাবাদ। এর মানে যা কিছু পরজগতকে অস্বীকার করে, এই পার্থিব জীবনই যার একমাত্র অনুসংগ। এমন কিছু নিয়মনিতি যা রাস্ট্রে ধর্মের প্রভাবকে সহ্য করেনা- ইহাই স্যাকুলারিজম। এক কথায় এটিকে নাস্তিকতাবাদ বলা যায়। ইহা কখনো ধর্মনিরপেক্ষতাবাদ হতে পারে না।
এই মতবাদটির জন্য বাংলাদেশের জনগন মুক্তিযুদ্ধ করেনি।কিন্তু ভারতের ইন্ধনে এই শাসক গুষ্ঠি বিশেষ করে, আওয়ামী লীগ সরকার এইমতবাদটি প্রতিষ্ঠার জোর প্রচেস্টা চালাচ্ছে।
ফলে এদেশে সমাজ একটা ভংগুর, ঘুনেধরা সমাজে পরিনত হচ্ছে। বাংলাদেশের রাস্ট্র ব্যবস্থায় থেকে স্যাকুলারিজম (ইহজাগতিকতাবাদ) কে উচ্ছেদ করে সেকুলারদের ব্যক্তিগত ধর্মের রুপান্তর করতে হবে। তবেই সকল প্রকার দুর্নিতি মুক্ত সমাজ গঠন সম্ভব।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




