somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে বিদায় বলি, সামহোয়্যার

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগিং বয়স মাত্র আড়াই বছর। এ আড়াই বছরে আমার প্রাপ্তি অনেক, অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালবাসায় সিক্ত হয়েছি। সুধু ভার্চুয়াল নয়, বাস্তব লাইফেও অনেক অনেক ভালবাসা/সন্মান পেয়েছি।

হরতালের ভিতরে ব্যাংকে গিয়েছি, কিন্তু ক্যাশে ক্যাশ নাই, হরতালের জন্যে টাকার গাড়ি আসতে নাকি দেড়ি হচ্ছে, ওদিকে আমার আরজেন্ট টাকা লাগবে। স্বভাব সুলভ “চিল্লা ফাল্লা” করার প্রস্তুতি নিচ্ছিলাম, পিছন থেকে ডাক আসল “ জনি ভাই এদিকে আসুন”, পিছন ফিরে তাকিয়ে দেখি ব্যাংকের এসিস্টান্ট ব্রাঞ্চ ম্যানেজার। গেলাম তার সাথে এবং বসলাম তার ছোট্র কক্ষে, উনি সহাস্যে বললেন “জনি ভাই, লাঞ্চ তো মনে হয় করেন নাই”। কিছিক্ষন পরে একটি বার্গার ও কোল্ড ড্রিক্স আমার সামনে আসল। আমি অবাক হচ্ছিলাম, আমার মত সামান্য ক্লাইন্টের জন্যে এত খাতির তো হবার কথা নয়!! আরো অবাক হচ্ছিলাম “জনি” আমার ডাক নাম, এনামে আমার ব্যাংক একাউন্ট নয়, উনি কিভাবে আমার এই নাম জানল!!!! ব্যাংকার আপুটি আমার সংশয় দূর করলেন, উনি বললেন “আমি আপনাকে চিনি, আপনি জনি ব্লগার”। সেদিন খুব খুশি হয়েছিলাম, একজন ক্লাইন্ট নয়, ব্লগার হিসেবেই উনি আর একজন ব্লগার কে সন্মান করছেন।..................

কিছুদিন আগে কক্সবাজার থেকে আসবার পথে আমাদের বাস কাচপুর ব্রিজের গোড়ায় নামিয়ে দেয়, আর সামনে যাওয়া যাবে না, কারন সকাল ৭টার বেশি সময় হয়ে গেছে, হরতাল শুরু হয়ে গেছে। গাট্রি বস্তা নিয়ে আমি খুব পেরেশান। কিছুক্ষন পরে হটাত একটি মটর সাইকেল আমার সামনে দারাল, হেলমেট পড়া এক মাঝ বয়সি যুবক জিজ্ঞাসা করল “আপনি জনি ব্লগার না?”, আমি ভয় পেলাম, ব্লগার’দের দিনকাল খারাপ যাচ্ছে, যদি কিছু হয়! তারপরেও ভয়ে ভয়ে হ্যা বলি। উনি উনার পরিচয় দিলেন, উনিও একজন ব্লগার ও আমার ফেবু ফ্রেন্ড। এরপরে উনি আমাকে লিফট দিলেন।........................

একটি দুটি নয়, এরকম অসংখ্য ঘটনা আমার ব্যাস্তব লাইফে আছে। কারন আমি সুদু একটি অদৃশ্য নিক নই, ভার্চুয়াল লাইফ থেকে বেড়িয়ে এসে বাস্তব জীবনে এসেছি।

ধানমন্ডিতে ইউল্যাবের সামনে যৌন কেলেঙ্কারির ঘটনায় ব্লগার সর্বনাশা’র আহবানে সাড়া দিয়ে পথে বের হয়েছিলাম,

তখন আমাদের ব্লগারদের করনিয় নিয়ে আলাপ করি,

ভাষার মাসে সামু ব্লগারদের আড্ডায় গিয়ে সবার সাথে সাক্ষাত করি

ব্লগারদের নিয়ে নৈশভোজ এবং সামু লীগের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনেকেরই বন্ধু হলাম,

ছোট্র শিশু রুশান’কে বাচাতে আহবান করেছিলাম ও অনেকের সাথে আমিও সাধ্যমত চেস্টা করেছিলাম

বাংলা ভাষা ভাষিদের জন্যে অবিসরণীয় দিন, ব্লগ’ডে তে নিজের সাধ্য মত সময় ও শ্রম দিয়েছিলাম, যার কারনে অনেক অনেক ভাল মানুষের সাথে আমার পরিচয় হবার এক দুর্লভ ভাগ্য আমি পেয়েছিলাম

ইভটিজিঙ্গের এর জন্যে যারা সুধু পোষাক’কে দায়ি করেন তাদের বিরুদ্ধে লিখে অনেকের ভালবাসা পেয়েছি।

ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের ফাসির দাবিতে কিছু ভাল মানের ব্লগারদের সাথে রাজপথে দাড়াবার সাহস আমি পেয়েছিলাম

সামু ব্লগারদের প্রতিনিধি হয়ে, রাজাকারদের ফাঁসীর দাবিতে শহীদ রুমি স্কোয়াড যোগ দেবার সৌভাগ্য আমার হয়েছিল

সাভারের বিল্ডিং ধ্বসের পরে আহতদের রক্ত দানে আমার আহবানে সারা দিয়েছে ব্লগার’রা একত্রিত হয়েছিল, সেটা আমার পরম সৌভাগ্য। এবং পরবর্তিতে আমি আমার সাধ্য মত সকল ব্লগারদের মত আহতদের পাশে দাঁড়িয়েছি।


এগুল আজ সুধুই ইতিহাস, আমার সৃতির ফ্রেমে বাধা থাকবে। আমৃত্যু সৃতিচারন করে যাব।

যাবার বেলায় সুধু এটুক বলি “আমি সামুর কোনো ক্ষতি চাই নাই বা অপবাদ দেই, আমি সুধু আমার চিন্তার কথা বলেছি, যেটা সামুর জন্যে ভাল হত। কিন্তু রাতের আধারে “বাহবা” দিয়ে, “সহমত” জানিয়ে, দিনের আলোতে আমাকে কথার মার প্যাচে ফেলে সরাসরি সামুর বিপক্ষে অবস্থানে দাড় করানো হয়েছে। এটা কোন রাজনৈতিক খেলা সেটা আমি জানি না। আমি জিলপি খাই না, তাই জিলপির ম্যারপ্যাচ বুঝি না।

বিদায় বেলা ভালবাসা জানাই একজন
আরমান, অন্যমনস্ক শরত, স্বপ্নবাজ অভি, কান্ডারী অথর্ব, কাল্পনিক ভালবাসা, আমিনুর রহমান, ঘুড্ডির পাইলট এ্যাপোলো৯০ চিরতার রস, শিপু ভাই, সঞ্জয় নিপু, banglar_hasan কুনোব্যাঙ,বনলতা মুনিয়া , স্বপনবাজ, আবু সালেহ , তামিম ইবনে আমান , ফারাহ আপু, বাপুরাম সাপুরে, Sohelhossen রাইসুল সাগর,আরো অনেকের কাছে আমি ঋনি থাকব।

এছাড়াও যারা মুল্যবান সময় নষ্ট করে আমার ফালতু পোস্ট পড়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেনঃ শিশু বিড়াল, হাসি .., গ্রাম্যবালিকা , অপু তানভীর , নোবিতা রিফু, শুঁটকি মাছ, ডেভিল হ্যান্ড, আদম, কালা মনের ধলা মানুষ, আমি ইহতিব, অনীনদিতা, অদ্বিতীয়া আমি, জুল ভার্ন, দায়িত্ববান নাগরিক, বটবৃক্ষ~, মৃন্ময়, লাবনী আক্তার, আজ আমি কোথাও যাবো না, মাক্স, দুঃখিত, সিয়ন খান, এক্সপেরিয়া, শীলা শিপা, হুমায়ুন তোরাব, মুহাম্মদ জহিরুল ইসলাম। রংটাণর্, তাসিম, নেকড়েমানব, খালেদ পাভেল, আমিতপু, স্বপ্নবিলাসী আমি, সেলিম আনোয়ার, বাংলাদেশী দালাল, মুনসী১৬১২, , কালোপরী, হাসানুল বান্না পথিক, শায়েরী, খেয়া ঘাট, নিশীপাখি, তারছেড়া লিমন, রবি কিরণ, আমি কবি নই, মামুন রশিদ, টুনটুনি সুখি, ম.র.নি, রিফাত হোসেন, ধানের চাষী, আরেফিন রিমন, মহামহোপাধ্যায়, সালমাহ্যাপী, মনিরা সুলতানা, জাকারিয়া মুবিন, গোলাম দস্তগীর লিসানি, নীল-দর্পণ, আমরা তোমাদের ভুলব না, মাহমুদা সোনিয়া, আমি তুমি আমরা, অদ্ভুত স্বপ্ন , আহমেদ সাব্বির পল্লব, ওয়াহিদ হিমেল, রাইসুল বাঙ্গালী, তোমোদাচি, পরিবেশ বন্ধু, চলতি নিয়ম, মাহমুদুল হাসান কায়রো, দিকভ্রান্ত*পথিক, বৃষ্টি ভেজা সকাল ১১, জনৈক গণ্ডমূর্খ, ওয়াহিদ হিমেল, রাইসুল বাঙ্গালী, তোমোদাচি, গিরিনদী, জীবন মাহমুদ, সাইফু্ল, সাউন্ডবক্স, পযাভ পিলন, আলাউদ্দিন আহমেদ সরকার, কাকতড়ুয়া007, আব্দুল্লাহ সিদ্দিকী, আরজুপনি, এই স্বাধীনতা চাইনি আমি, তন্দ্রা বিলাস, নস্টালজিক, মেলবোর্ন, অসাধারণ সামসু, লেখাজোকা শামীম, সুপান্থ সুরাহী , মো ঃ আবু সাঈদ, রাইসুল বাঙ্গালী , বিদ্রোহী ভৃগু , এসএমফারুক৮৮ , , সাহাদাত, মরমি, সোহাগ সকাল , আল মামুন ১৯৮৭, খাটাস , , বংশী নদীর পাড়ে, এম হুসাইন , এরিস , কালবৈশাখীর ঝড় , ফ্রিঞ্জ , ভুল্কিস , shfikul, অনন্ত আকাশ, মেঘেরদেশ, নীলতিমি, তোমোদাচি, জাওয়াদ তাহমিদ, সর্ট সার্কিট, হিম১২৩, তোমার গল্পের মৃত রাজকন্যা, বুইড়া, রবি কিরণ, জেমস বন্ড, মাননীয় মন্ত্রী মহোদয়, আমি তুমি আমরা, সহ আরো অনেকেই আছে যাদের নাম এই মুহুর্তে মনে পড়ছে না, তাদের প্রত্যেক’কেই জানাই আন্তরিক ধন্যবাদ।

সামু ছেড়ে যেতে ততোখানিই কস্ট হচ্ছে যতখানি কস্ট হয়েছিল “শশীকে” ছেড়ে যেতে। যাওয়ার আগে ৪০+ পোস্ট, ৩ হাজারের মতো মন্তব্য, ৪০ হাজার+ হিট এবং প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি।

হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

দেখা হবে পথে
দেখা হবে বিপথে
দেখা হবে মোড়ের চায়ের দোকানে
অথবা কর্ম ব্যাস্তময় কোনো এক দুপুরে

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৩
৮১টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১:২৮




আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না। আমাদের দেশে মানুষ জন্ম নেয়ার সাথেই একটি গাছ লাগানো উচিৎ । আর... ...বাকিটুকু পড়ুন

মানবতার কাজে বিশ্বাসে বড় ধাক্কা মিল্টন সমাদ্দার

লিখেছেন আরেফিন৩৩৬, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ২:১৭


মানুষ মানুষের জন্যে, যুগে যুগে মানুষ মাজুর হয়েছে, মানুষই পাশে দাঁড়িয়েছে। অনেকে কাজের ব্যস্ততায় এবং নিজের সময়ের সীমাবদ্ধতায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। তখন তারা সাহায্যের হাত বাড়ান আর্থিক ভাবে।... ...বাকিটুকু পড়ুন

বিসিএস দিতে না পেরে রাস্তায় গড়াগড়ি যুবকের

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৫

আমাদের দেশে সরকারি চাকরি কে বেশ সম্মান দেওয়া হয়। আমি যদি কোটি টাকার মালিক হলেও সুন্দরী মেয়ের বাপ আমাকে জামাই হিসেবে মেনে নিবে না। কিন্তু সেই বাপ আবার ২০... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার ডেথঃ হ্যারল্ড শিপম্যান

লিখেছেন অপু তানভীর, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৪



উপরওয়ালার পরে আমরা আমাদের জীবনের ডাক্তারদের উপর ভরশা করি । যারা অবিশ্বাসী তারা তো এক নম্বরেই ডাক্তারের ভরশা করে । এটা ছাড়া অবশ্য আমাদের আর কোন উপায়ই থাকে না... ...বাকিটুকু পড়ুন

আমার ইতং বিতং কিচ্ছার একটা দিন!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৩



এলার্ম এর যন্ত্রণায় প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে আমার। পুরাপুরি সজাগ হওয়ার আগেই আমার প্রথম কাজ হয় মোবাইলের এলার্ম বন্ধ করা, আর স্ক্রীণে এক ঝলক ব্লগের চেহারা দেখা। পরে কিছু মনে... ...বাকিটুকু পড়ুন

×