
তোমাতে আমাতে অনেক আছে দেনা
এইবার না হয় মিটিয়ে দিলাম
যতটুকু আছে জানা
আর যা আছে অজানা অচেনা
তা না হয় থাক গভীরে
লুকাক কোন আঁধারের ঘোর খাদে
জোনাকি হয়ে ফুটুক সেথা
যেমন তুমি প্রস্ফুটিত জোসনা রাতের প্রাতে।
মেয়ে আজ হতে তোমায় দিলাম ভুবন মাঝির নাও
ভাসবে তুমি ভাসাবে আমায়
যতোদুর যেদিক তুমি চাও
মেঘলা রাতের লুকুচুরি চাঁদের সাথে খেলা
আপন মনে ছেড়া পালে ভাসিয়ো তুমি ভেলা
কইবো না আর বাধবো না আর আমার ভাংগা নীড়ে
দেখবো না আর চাইবো না আর
ভেলা খানিক ভেড়াও তীড়ে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



