প্রথম ২ দিন কাজে খুব বেস্ত থাকার জন্য জেতে পারিনি শাহবাগ। আজ গিয়াছিলাম। সবার সাথে সংহতি প্রকাশ করে এলাম। স্লোগান দিলাম, সপথ নিলাম আর গন স্বাক্ষর এ অংশ নিলাম। শাহবাগ এর সবার মনের কথা গুলো, স্লোগানগুলো আমি তুলে ধরলাম আমার কানভাস এ......
আর পোস্টার গুলো সব শাহবাগ এ আন্দোলন রত ভাই ও বোন দের ডেডিকেট করলাম। এই ডিজাইন গুলর কপিরাইট ও শাহবাগ প্রজন্ম চত্বর এর। সারা রাত জেগে ডিজাইন গুলো করেছি। তাই দয়া করে মডু রা একটু লক্ষ রাখুন যাতে পোস্টের গুলো সারা ইন্টারনেট এ ছরিয়ে পরে। দয়া করে পোস্ট টি স্তিকি করা হোক।
সবার প্রতি অনুরধ, দয়া করে কিছু বিসয় লক্ষ রাখুনঃ
খালি কাদের মোল্লার ফাঁসি না, সব রাজাকার এর ফাঁসি চাই।
নতুন প্রজন্ম যাতে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সে বেবস্থা করা ও কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব।
এই ২ টা পয়েন্ট খুব ভালো ভাবে সামনে রেখে আন্দোলন অব্যাহত রাখা উচিত।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার এর ফাঁসি চাই ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



