ভালো খবরও আজকদিন আর মনকে খুশিতে ভরে দেয় না। সারাক্ষন আশংকা কে কোথায় আবার আহত/নিহত হলো। কারই বা কপাল পুড়লো। গাড়ি ভাংলো কয়টা? মানুষ পুড়লো কয়জন। মন অস্থির। পরিত্রাণ নেই। বাচ্চাদের সামনে টিভিতে খবর দেখারও উপায় নাই। নিষ্ঠুর, র্নিমম, হিংস্র ছবি চাইনা দেখাতে শিশুদেরকে। নিরুপায় তাই, টিভি বন্ধ।
নিজে রোজগার করে, বাজার করে সংসার চালাবো কিন্তু চলতে হবে অন্যের ইচ্ছেই। দেশের মহামান্য! রাজনৈতিক নেতাদের ইচ্ছেই। মানে নিজের খেয়ে অন্যের ইচ্ছায় চলা আরকি। অসহ্য! উপায় নাই। চললে চলো নইলে মরো। হরতালের মধ্যে বাইরে যাবা? যাও! পুড়ে মরো। নইলে আছে ককটেল। রেহায় নাই।
দেশ জনগণের। রাষ্ট্রীয় ক্ষমতার সকল উৎস জনগন, এরচেয়ে মজার কথা এই দেশে আর কয়টি আছে সত্যি জানা নাই । দেশ হলো (মোটাদাগে) ২ জনের। আমি আপনি হলাম আম জনতা পাবলিক। আম জনতা পাবলিক কেবল খাটবে, জলবে, পুড়বে আর মরবে ।
নিজের জন্য নিজে ভাবো। ভাবো নিজের মায়ের জন্য । দেশটাতো মা‘ই। আত্মনির্ভর হও। স্বাবলম্বি হও। নিজে স্বচ্চল হও। দেশ স্বচ্চল হবে। ক্ষমতার রাজমুকুট দখল নেবার যুদ্ধে রক্তক্ষরণ ছাড়া রাজনৈতিক দল/সরকার কেও কিছু দেবে না। মেটাবে না মৌলিক অধিকার। দেবে না নিরাপত্তা। দেশ নিয়ে আগাতে হবে একজন আমি একজন আপনাকেই। দেশটাতো আমার, আপনার।
রাজক্ষমতায় স্থায়ী হবার বাসনায় রাজনৈতিক দলগুলোর সকল নৈতিকতা আজ অতীত। রাষ্ট্রের মানুষের নিরাপত্তা নয় রাষ্ট্রের দখল নিতেই এই জঞ্জাল। বিশৃঙ্খলা। হটকারীতা। নেতারা ছুটছে/ চলছে ক্ষমতা স্থায়ীত্বের নিরাপত্তা নিশ্চিত করার লড়াইয়ে জিততে। আম জনতার মৌলিক অধিকার নিশ্চিত করতে নয়।
কিন্তু এই ছোটা তো কেবল বড়! মানুষদের। ক্ষমতাবানদের । সেই ছোটাটাই আসল যা ছুটতে হয় আমার, আপনার। বাচ্চার স্কুলের বেতন, মায়ের ঔষুধের যোগান আর দিনশেষে একমুঠো ভাত খেয়ে ঘুমানোর নিরাপত্তা নিশ্চিত করার ছুটে চলা।
স্বাবলম্বি হতে হবে। নিজে স্বচ্ছল হলেই না দেশ স্বচ্ছল হবে। ভাবতে হবে নিজের জন্য দেশের জন্য। হাতে হাত রেখে আমার আপনার এগুতে হবে মাথায় নিয়ে দেশ। মা। মাটি ।
নানা সংকটে মন যখন অস্থির তখন ঠিক করেছি এই লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বি করতে উদ্যোগী হবো। দেশটাকে স্বপ্নের মতো করবো। যা অনুকরণীয় হবে সারা পৃথিবীর সকল মানুষের কাছে। অরাজনৈতিক প্লাটফর্মেও দেশটাকে সাফল্যে ভরা যায় একজন অন্যজনের হাতে হাত রেখে। স্বাবলম্বি হয়ে। ভালোবেসে। সাথে আছি আপনার www.luckyideabd.com নিয়ে। আপনি যোগ দিন আমাদের সাথে।
কিচ্ছু না কেবল ভালোবাসাটাই চাই। আত্মবিশ্বাস চাই। শক্তি চাই গলা ছেড়ে গান গাইবার ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা...........
দেশকে স্বাবলম্বি করার এই মিছিলে আমাদের সাথে আজ যোগ দিলো আমিন জুয়ের্লাস লিঃ কে। ধন্যবাদ আমিন জুয়ের্লাস লিঃ
ডু বিজনেস বি ইউর বস........একবার চেষ্টা করেই দেখুন না পারেন কিনা নিজের মালিক নিজেই হতে। সাথে আছি। সাথে চাই। www.luckyideabd.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




