আমি সবসময় চাই দেশে গনতন্ত্র থাকুক আর গনতন্ত্র থাকতে হলে রাজনীতিও থাকতে হবে। তাই রাজনীতিও থাকুক এটা মনেপ্রানে চাই। তাই বলে কোনপ্রকার নোংরা কর্মী সর্বস্ব কোন রাজনৈতিক দল চাইনা। প্রতিক্রিয়াশীল ধর্মভিত্তিক রাজনৈতিক দল অবশ্যই চাইনা। আমার এই পোষ্ট দেওয়ার একটাই উদ্দেশ্য। এতে করে যদি ব্লগে ক্রিয়াশীল বিভিন্ন গনতান্ত্রিক দলসমুহের অনুসারী ব্লগাররা কিছুটা হলেও যেন নিজেদের সংশোধন করে। অন্তত লজ্জায় পড়ে হলেও। সেই লক্ষ্যে নিচে ক্যাচালের সকল দলিল হাজির করলাম। নিজের চোখেই দেখুন এবং স্বিদ্ধান্ত নিন।
আমি ব্লগের পরিবেশ সুস্থ করার আবেদন জানিয়ে পরপর দুটি পোষ্ট দিয়েছিলাম। খোদ সামুকেই প্রথমে অনুরোধ করেছিলাম একটা উদ্যেগ নেওয়ার জন্য। কিন্তু কোন সাড়া দেখিনি। পরে আরেকটা পোষ্ট দিলাম ব্লগারদের উদ্দেশ্য। অনেকেই সহমত জানিয়েছে। তাদেরকে ধন্যবাদ।
আমার আগের দুটি পোষ্টের ধারাবাহিকতায় চিন্তা করলাম ব্লগীয় ক্যাচাল নিজ হাতেই একবার উম্মোচন করে দেখি ফলাফল কী আসে! যেই কথা সেই কাজ। এখানে সময়ের ক্রমানুসারে জাতীয় শোক দিবস ও বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে যেসব পোষ্ট দেওয়া হয়েছে সেগুলোর উল্লেখ করবো। এখানে ১৫ আগস্টের ঠিক ২৪ ঘণ্টাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগের ও পরের পোষ্ট ধর্তব্যে নেওয়া হয়নি। এগুলো থেকেই পাঠক উদ্ধার করতে পারবেন কে বা কারা প্রথম ঝগড়া শুরু করেছে।
রাত ১২.২৫ মিনিটে ব্লগার জামি ১৭০৪ http://www.somewhereinblog.net/blog/zhsajjad শশশশশশ..... কেউরে কইন্না যে, আইজ আমার ভাইগ্নার জন্মদিন।
উপরোক্ত পোষ্টের মাধ্যমে দিনের ক্যাচালের উদ্বোধন হয়।
রাত ১২.৩০ মিনিটে ব্লগার তাসনুভা শাখাওয়াত বিথি Click This Link হে জাতিরজনক আমরা সত্যি লজ্জিত । আমাদের ক্ষমা করুন ।
রাত ১২.৪২ মিনিটে ব্লগার অন্য হাওয়া Click This Link মুজিব ভাইয়ের মৃত্যু নিয়ে এখন ব্যবসা হয়: এবিএম মুসা
বাঙালি জাতির জনকের শোক দিবসে জানাই বিনম্য শ্রদ্ধাঞ্জলি Click This Link ব্লগার সুলতান মির্জা, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১৭।এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
৬৮তম জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা এবং অভিনন্দন। Click This Link ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১৯, ব্লগার রায়হান রাহী
এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান http://www.somewhereinblog.net/blog/mahinkhan/29657236 ব্লগার তীর্থযাত্রী, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৩
এসাসিনেশন Click This Link ব্লগার জিকসেস, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬।এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
শিরোনামহীন চেতনা ঃবঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা Click This Link ব্লগার রুমি আলম, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
রাত ০২.০২ মিনিটে ব্লগার হুংগো Click This Link
৬৮ পাউন্ডের ৪টি কেক কাটা হয়ে গেল কিন্তু ম্যাডাম কই ?
আগস্টঃ শোক শুধু ১৫ তারিখের নয় Click This Link ব্লগার অক্টোপাস পল, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৯
৭১ এর বঙ্গবন্ধুর ও তার পরবর্তী কার্যকলাপ। Click This Link ব্লগার ৃৃুৃুৃুআবু জাফর
১৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:১১
আল্লাহ্ শেখ মজিবুর রহমানকে যথোপযুক্ত মর্যাদা দান করুন। Click This Link ব্লগার জটিল ভাই, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৪
বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর রচিত প্রথম কবিতা Click This Link ব্লগার রিজওয়ান উল আলম, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৪।এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
শ্রদ্ধাঞ্জলি - মহাকালের মহানায়কের প্রতি Click This Link ব্লগার নির্বাসন এ একা, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৯
তারা বলুক- হায় মুজিব, হায় মুজিব আর আমরা জনগণ সাথে সুর দিব- বড়ই আজিব, বড়ই আজিব http://www.somewhereinblog.net/blog/mayday/29657315 ব্লগার নরাদম, ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৫
এই খবরটি প্রকাশ পেলে ১৫ অগাস্ট শোকের হতো না!(মৌলিক পোষ্ট নয়) Click This Link ব্লগার এস এম নাদিম মাহমুদ, ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪০
বাঙালি জাতি পাঁচ বছর মুজিব পাঁচ বছর জিয়ার জন্য কাঁদে, কিন্তু তার ভাগ্যের পরিবর্তনের কোন হদিস মেলে না http://www.somewhereinblog.net/blog/C909/29657331 ব্লগার সোহাইব সিনান, ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৩৪।এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
১৫ই আগস্ট "জাতীয় ইসলামী শিক্ষা দিবস!!!!" যোগ দিন, সফল করুন!!!! Click This Link ব্লগার কমলা_বিড়াল
১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৬
জাতিত্বমন্ত্র http://www.somewhereinblog.net/blog/choitya/29657354 ব্লগার চৈতি আহমেদ, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৯:০৬।এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
আজ শোকাবহ ১৫ আগস্ট Click This Link ব্লগার আলমগীর কবির 008, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৯:১০।এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
কোন দলের নয়, বঙ্গবন্ধু আমাদের সবার!!! Click This Link ব্লগার প্রজন্ম৮৬, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৪২। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
আমাদের মুজিবhttp://www.somewhereinblog.net/blog/Arshadblog/29657366 ব্লগার আরশাদ রহমান, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৫৭। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
শেখ মুজিব বাঙ্গালী জাতির পিতা - পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান Click This Link ব্লগার তানভীর স্বপ্নীল, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:০২
সামুর ভারতীয় ব্লগারগণ ১৫ আগস্ট (মানে ভারতের স্বাধীনতা দিবস) এর শুভেচ্ছা জানাচ্ছেন http://www.somewhereinblog.net/blog/achintyaju/29657379 ব্লগার অচিন্ত্য, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৫
রক্তাক্ত ১৫ আগস্ট Click This Link ব্লগার কামরুল হাসান ভুঞা, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪২
বঙ্গবন্ধু ফটোব্লগ Click This Link ব্লগার মোঃ মুনাব্বির হোসেন, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:১৭। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
বেদনাদীর্ণ ১৫ আগস্ট Click This Link ব্লগার মন্ত্রক, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৫৭। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
বঙ্গবন্ধুকে নিয়ে আমার ব্যাক্তিগত জীবণের কিছু অভিজ্ঞাতা। http://www.somewhereinblog.net/blog/mukul_salahuddin/29657386 ব্লগার মুকুল সালাউদ্দীন, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৫৯। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
শোকাবহ আগস্ট, ৭৫ থেকে ২০০৪; ইতিহাসের কলংকিত অধ্যায়ের ধারাবাহিক উপাখ্যান ও একটি নক্ষত্রের পতন http://www.somewhereinblog.net/blog/kobid/29657387 ব্লগার কোবিদ, ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০৫। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
কাঁদো বাংলা কাঁদো Click This Link ব্লগার ডাঃ সুরাইয়া হেলেন, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৬। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
শোক দিবস নিয়ে কিছু কথা Click This Link ব্লগার সাহিত্য প্রেমিক, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক খুনীদের ফিরিয়ে এনে রায় কার্যকর চায় জাতি : খুনীরা আরেকটা ১৫ আগস্ট ঘটানোর অপচেষ্টা করতে পারে Click This Link ব্লগার আসিবি, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৭। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি Click This Link ব্লগার কর্ণ, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১০
একটি শোকদিবস এবং একজন তনাই মোল্লা Click This Link ব্লগার ধীবর, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৮
শব্দের বুলেটবিদ্ধ শেখ মুজিবুর রহমান ( যিনি আমাদের জাতির পিতা এবং যিনি বঙ্গবন্ধু)। Click This Link ব্লগার বিনয় মজুমদার, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৪
রক্তক্ষরনের এই দিনে Click This Link ব্লগার মঞ্জুর হোসেন, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৮। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু উক্তি(২) Click This Link ব্লগার জেনারেশন সুপারস্টার, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩০
শেখ মুজিব: খোলামেলা চিত্রায়ণ Click This Link ব্লগার গোলাম দস্তগীর লিসানি, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩২
স্বাধীন বাংলাদেশের স্থপতি অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান Click This Link ব্লগার বাংলার কন্ঠ, ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৩
আজ উপমহাদেশের মুক্তির দিন Click This Link ব্লগার আরিফ বল্গ, ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৩
এক পক্ষ খিচুড়ি খায় , আরেক পক্ষ কেক খায় - তাইলে রোজা রাখল কে ...... Click This Link ব্লগার ইঁন্দুর, ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১০
জাতীর জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান। আমিও শোকাহত।http://www.somewhereinblog.net/blog/xmanhush/29657553 ব্লগার মানহুস, ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৫। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
বঙ্গবন্ধু : দি পয়েট অফ পলিটিক্সকে নিয়ে কিছু দুর্লভ ছবিব্লগ। Click This Link ব্লগার লুব্ধক০১, ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০০। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
বঙ্গবন্ধুর ছবির অপব্যবহার-- কারো কি কিছু করার নেই?? Click This Link ব্লগার ঠোঁটকাটা০০০৭, ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৬। এই পোষ্টটি নির্বাচিত পাতায় ঠাই পেয়েছে।
শোক দিবস ঠিক আছে, তবে জাতীয় কেন ? Click This Link ব্লগার রফিক আল জায়েদ
১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৩১
রাত ০৯.০৪ মিনিটে ব্লগার উচ্চশিক্ষায় অশিক্ষিত
Click This Link
বঙ্গবন্ধুর মৃত্যু , বৃহত্তম জামাত ইসলামের মহিলা আমির বেগম জিয়ার জন্মদিন এবং বৃহত্তম জামায়াতে ইসলামীর সুশীল সমর্থকেরা
পর্তূগাল ভারতের কাছে নত হয়নি, কানাডা কি বাংলাদেশের কাছে নত হবেঃ মেজর নূর চৌধুরী প্রসঙ্গে!http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29657696 ব্লগার বাংলাদেশ জিন্দাবাদ, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৭
আজকে ১৫ অগাস্ট শোক দিবসে একটি প্রশ্নের উত্তর খুঁজছি।।http://www.somewhereinblog.net/blog/shaief007/29657759#c8591987 ব্লগার সাইফ ০০৭, ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৫
আমি শুধু প্রাপ্ত পোষ্টগুলো সকলের উদ্দেশ্য এখানে তুলে ধরলাম। সন্দেহ করি সকল পক্ষই অনেক পোষ্ট সরিয়ে ফেলেছে। মানে পোষ্ট গুম! আগেও দেখেছি কিছু ক্যাচালীয় পোষ্ট কিন্তু লেখার সময় আর খুজে পেলাম না। তবে গুম পোষ্ট ছাড়াও এজাতীয় অন্যকোন পোষ্টের লিঙ্ক কারো কাছে থাকলে দিবেন দয়াকরে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমরা এই মহান ব্লগারদের সংগঠনের নেতাদের ভোট দিয়ে আমাদের শাসক বানাই। এক্ষেত্রে বোধহয় নিরুপায় হয়ে বলতেই হয়, যেদেশের জনগন যেমন সেদেশের নেতাও তেমন!!!!!!! আসলে আমরা জনগনই খারাপ।
আমি মনে করি বাংলাদেশের শিক্ষিত তরুনদের একটা বিরাট অংশ বিভিন্ন ব্লগে নিয়মিত ব্লগিং করে। তাদের লেখা, উপলব্ধি, কথা ইত্যাদির মাধ্যমে মুলত বাংলাদেশেরই চিত্র ফুটে উঠে। আমাদের রাজনৈতিক বিরুধিতা আছে থাকবেই। কিন্তু তাই বলে ঝগড়া কেনো? অথবা অন্য যেকোন বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু গালাগালি কেনো? এটা আমাকে খুব পীড়া দেয়। তাই এমন চাওয়া ও পোষ্ট দেওয়া। অবশ্য সবাইকে চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে দেওয়া যে, বিশ্বব্যাপী যে ফেসবুক ও ব্লগীয় আন্দোলন হচ্ছে সেটা আমাদেরকে খুব কমই আলোকিত করেছে। আমাদের অনেককেই দেখেছি তারা মনে করে বাংলাদেশেও আরব বসন্ত আসবে। কিন্তু আমি নিশ্চিত ব্লগ/ফেসবুকে আমি যে কমিউনিটিকে দেখি এরা সকলেই বিভিন্ন ভাগে বিভক্ত। কাজেই আমাদের দেশে অনলাইন ভিত্তিক কোন প্রতিবাদ/আন্দোলন সম্ভব নয়। হতে পারে এটা রাজনৈতিক দলগুলোর একটা গোপন চাল। তাদের নিজস্ব কর্মীরা ফেবু/ব্লগ ইত্যাদি মাধ্যমে নিজেদের একটা অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে। আর ব্লগে মাত্রাতিরিক্ত গালাগালির ব্যাপারে আমার মাঝে মাঝে মনে হয় সামু'র প্রতিদ্বন্ধী কোন ব্লগ এটা সচেতনভাবে করাচ্ছে কিনা। যাতে সামু'র সুনাম বিঘ্নিত হয়। এই বিষয়গুলো সামু কর্তৃপক্ষ, মডারেটর ও ব্লগার সকলকেই ভেবে দেখার অনুরোধ জানাই।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





