আন্দোলনে যারা রাজপথে ছিলো সাহসী বুকে,
আজ তারা ফিরে গেছে, নিভৃত কোন সনে।
জ্বলেছিল আগুন যেদিন অন্যায়ের পথে,
স্বৈরাচারের সিংহাসন ভেঙে পড়েছিল ধ্বংসে।
যারা ছিলো ঘরে, তারা আজ ধান্দায় ব্যস্ত,
সেই রক্তমাখা রাজপথ এখন নিঃস্তব্ধ।
গর্জনগুলো নীরব, স্লোগানের স্মৃতি শুধুই,
তবু ইতিহাস বলে— গণজাগরণ থেমে যায় না কভুই।
পতনের দিন ছিলো এক সূর্যোদয়,
স্বৈরাচারী শাসক হারালো তার সব শক্তি ও রায়।
রাস্তায় যারা ছিলো, তারা তৈরি করলো দিন,
গণঅভ্যুত্থান লিখলো নতুন ইতিহাসের সুর।
আজও যারা ধান্দায় নামে রাস্তায়,
তারা ভুলে যায় সেই সংগ্রাম, সেই কালের কথা,
কিন্তু ইতিহাস জানে, রাজপথের যোদ্ধারা আসে,
আবারো গর্জন ওঠে যখন অন্যায় মাথা তোলে।
শিরোনাম: গণজাগরণ
কবি: আজহার উদ্দিন
...বাকিটুকু পড়ুন