
ব্লগারগণকে নিয়ে আমার সনেট লিখতে ভালো লাগে। তবে এ নিয়ে আমি অনেক বিরূপ প্রতিক্রিয়া পাওয়ায় আমি সনেট লেখা বন্ধ করেছি। তবে প্রিয় কবিতা লেখা ভুলে না যাওয়ার জন্য মাঝে মধ্যে সনেট লিখি। সেই হিসাবে এবার ব্লগার সোহানীকে নিয়ে লিখলাম। সনেট কবিতা টি তাঁর পোষ্টে মন্তব্য হিসাবে প্রদান করায় তিনি এর উপর প্রতিমন্তব্য করেছেন।
সোহানী চাঁদের হাসি জোছনা মোড়ানো
মানবিক মনে তাঁর রয়েছে সুবোধ
শান্তির পায়রা দল। বুঝে না অবোধ
মাহাত্ম্য এমন কারো চিন্তা দুর্বিপাকে।
লেখিকা লেখেন গল্প হীরক ছড়ানো
যেন এর রূপরাশি। জ্ঞান ঋণ শোধ
করেছেন লেখিকায় প্রদানে প্রবোধ
বঞ্চনার যন্ত্রণায় সুলেখার বাঁকে।
নারী হয়ে নারীদের জন্য তাঁর মায়া
অন্তরে বিরাজে নিত্য। অপর সকল
জন্য আছে ভাবনার সুশীতল...
...বাকিটুকু পড়ুন