সার্টিফিকেট নয়, শিক্ষিত মানুষ চাই।
যদি শিক্ষকই করে ছাত্রী ধর্ষণ, খুনের মত কাজ,
তবে কী করে জাতি শিক্ষিত হবে আলোকিত হবে সমাজ।
যদি ভার্সিটিতে ছাত্ররা করে সন্ত্রাস খুনোখুনি,
তবে এতটি বছর শিক্ষাঙ্গন কী শিখিয়েছে তাকে শুনি।
যদি ছাত্রের কোপেই রক্তাক্ত হয় আবরার, বিশ্বজিৎ,
তবে সেই শিক্ষা গলদে ভরা এটাতো সুনিশ্চিত।
যদি শিক্ষিত বলে দাবীদার করে ধর্ষণে সেঞ্চুরী,
তবে কী হবে... বাকিটুকু পড়ুন

