আজ আবারও মনের ভুলে অকাজ করেছি । বরাবরের মতোই সকালে অফিস যাবার জন্য গান শুনতে শুনতে রেডি হচ্ছি । গাড়িতে উঠেও সেই একই গান অটো রিপিট দিয়ে সকালের সুন্দর আকাশ আর চারপাশ দেখতে দেখতে অফিস গেলাম । অফিসে পৌঁছে ফিল লাইক কি যেন নেই নেই, পরে মনে পড়লো বাসায় ল্যাপটপ রেখে গেছি মনের ভুলে। দেন কি আর করা, ডেক্সটপ থেকেই লগিন করলাম ।
আমার এই ভুলোমনের জন্য কিছু বিড়ম্বনার গল্প আজ শেয়ার করছি ।
(1)
শপিং মলে বেইজমেন্টে কারওয়াশে গাড়ী দিয়ে ওপরে গেলাম কেনাকাটা করতে । শপিং শেষে ট্রলি নিয়ে কাউন্টারে গিয়ে পে করে গাড়ী নিয়ে চলে এলাম, বাজারসহ ট্রলি ওখানে রেখে । মাঝপথে এসে মনে হলো কি যেন মিসিং । হঠাৎ মনে পড়লো ব্যাগগুলো গাড়ীতে তোলা হয়নি । ওখানে রেখে চলে এসেছি । তারপর আবার ফিরে গেলাম । যাওয়া মাত্রই ভদ্রলোক ট্রলি নিয়ে আসলো । বললো উনি নোটিস করেছেন যে আমি ওগুলো রেখে চলে গেছি তাই উনি সরিয়ে রেখেছিলেন ।
(2)
স্টুডেন্ট লাইফের ঘটনা । একদিন ক্লাস শেষে বাসায় ফিরলাম । ফ্রন্টের সিকিউরিটি দরজা খোলা, একটু অবাক হলাম, হয়তো কেউ প্রয়োজনে খুলে রেখে গেছে, এরকম হবার কথা না । যাইহোক আমি দরজা বন্ধ করে ওপরে উঠে গেলাম । চাবি দিয়ে unit-8 ফ্ল্যাটের দরজা খোলার ট্রাই করছি কিন্তু খুলছে না । এমন সময় সিঁড়ির পাশের বিশালাকার জানালা দিয়ে দেখি পাশের বিল্ডিংএ আমার নেক্সটডোর নেইবার তার কিচেনে রান্না করছে, তার কিচেনের জানালা এদিকটায় ফেইসিং । সাথে সাথে যা বোঝার বুঝলাম । আমি আসলে আমার বিল্ডিংএ না এসে পাশের ব্লকে গিয়েছিলাম । তড়িৎ গতিতে আমি ওখান থেকে বের হয়ে এলাম । আর একটু হলেই খবর হয়ে যেতো । ব্রেক-ইনের অভিযোগে পুলিসে দিতে পারতো ।
(3)
এবার যেটা বলবো আনবিলিভেবল । নিজের জীবনে না ঘটলে আমি হয়তোবা বিশ্বাস করতাম না । যারা প্রবাসে আছে হয়তো কোররিলেট করতে পারবে । এটা একদম শুরুর গল্প । এখানে আসার কয়েক মাসের মধ্যে ঘটে যাওয়া একটা লাইফটাইম অভিজ্ঞতা আমার । একদিন সন্ধায় ট্রেনে করে যাচ্ছি । ওপরের ডেকে জানালার পাশে বসে গানে হারিয়ে গেছি । এখানে মাঝে মাঝে ট্র্যাক ওয়ার্ক বা সিগন্যালের জন্য কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখে, সেরকম হয়তো কিছু হয়েছে যেটা আমি খেয়াল করিনি । একসময় হঠাৎ করেই দেখলাম কামরায় আমি ছাড়া আর কেউ নেই । কিছু বোঝার আগেই দেখি সিঁড়ি দিয়ে উঠে একজন স্টাফ আমাকে দেখে চমকে গেলো । সে হয়তো চলে যাবার আগে ক্লিন করতে উঠেছিলো । বলে, তুমি এখানে কি করছো ? কোন এক কারনে ট্রেইন টার্মিনেট হয়েছে, সব প্যাসেঞ্জার নেমে গেছে কানেক্টিং ট্রেইন ধরতে । শুধু তাই না, ট্রেইন প্ল্যাটফর্মে না, সব প্যাসেঞ্জার নামিয়ে একটু দূরে লোকেশনে নট ইন সার্ভিস ট্রেইনগুলো রাখা থাকে ওখানে তখন । এই অপশনটা সব স্টেশনে থাকে না । বড় জংশন টাইপের কোন ষ্টেশন হবে । আমি কি নার্ভাস হবো, ভদ্রলোক নিজেই এপলজি করছে উনি আগেই কেনো চেক করেনি । আমাকে আশ্বস্ত করছে তারা দেখছে কি করা যায় । আমি ভেবেছি তাদের সাথে আমাকে নিয়ে যাবে কিন্তু অবাক করে দিয়ে ট্রেইন আবার কয়েক মিনিটের জন্য চললো আমাকে প্ল্যাটফর্মে নামিয়ে দিলো । তাদের ব্যবহার আর সার্ভিসে আমি মুগ্ধ কিন্তু ভাবছিলাম কোন কারনে সেদিন যদি ভদ্রলোক আমাকে না দেখতো, তাহলে কি হতে পারতো !!! ভাবতেই ভয়াবহ ।
কিছুদিন আগে আমার ডক্টরকে বলেছিলাম টেস্ট দিতে ইন এডভান্স জানা যায় কিনা ডিমেনশিয়া বা আইজাইমারের সিম্পটম আছে কিনা, ডক্টর বকা দিলো । বললো ইটস টু আরলি টু চেক । এখনও সময় হয়নি এরকম মনে করার । কিন্তু কি যে হয়েছে প্রায়ই এলোমেলো হয়, মনের ভুলে যে কোথায় কোথায় হারিয়ে যাই !
যেই গানটি আজ আমার ভুলের কারন হয়েছিলো, ওল্ড ইজ গোল্ড ।
ছবি সুত্র
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১০