♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
ভাই কামাল,
আপনাকে লিখছি দেখে আপনি আর কি অবাক হবেন? তারচেয়েও বহুগুণ বেশি অবাক আমি নিজেই হচ্ছি। আমি কখনো কল্পনাও করিনি যে আপনাকে লিখবো। কিন্তু গতকালের ঝড়ে আমার সব এলোমেলো আর চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। সারারাত ঘুমাতে পারিনি। তাই আপনাকে লিখতে বাধ্য হচ্ছি।
আচ্ছা, আগে একটা বিষয়ে আসুন আলোকপাত করি। “সঙ্গদোষে লোহা ভাসে” চিরসত্য। লোহা কঠিন হলেও কাঠের সংস্পর্শে পানিতে ভেসে থাকে। তেমনি আমাদের জীবনেও অন্যের ছায়ার অতি উপস্থিতি নিজের স্বকীয়তাকে বিলীন করে দেয়। ব্লগও জীবনের বাহিরে নয়। তাই ব্লগেও নির্দিষ্ট কারো সাথে বেশি মেলামেশা আর তার পোস্টে বেশি নিজের অস্তিত্ব জানান দেওয়ার মাধ্যমে নিজের অস্তিত্বকেই একসময় নিজের অজান্তে বিলীন করে দেওয়া হয়। অনেকটা পাতিনেতাদের পরিচয়ে “অমুক ভাইয়ের লোক” হয়ে বেঁচে থাকার মতো। ভাবছেন কেনো আপনাকে এসব বলছি?
আসলে আপনিসহ আপনার যতোমাল্টি, আজিজ ভাই, ঠাকুর ভাই, ভাই রাজীব, রানাসহ হাতেগোণা কিছু আছেন যারা নিজেকে সোনাগাজির পরশে এক করে ফেলেছেন। তাই সোনাগাজির বিষয় এলে অজান্তেই আপনাদের নামগুলো ভেসে আসে যেমনি বন্যার পানিতে আবর্জনারা ভেসে আসে। আর এই ভেসে আসার জেরেই গতকাল সোনাগাজিকে নিয়ে বলতে যেয়ে আপনাকে মাছি বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করেন, আপনাকে মাছি বলা আমার মূল উদ্দেশ্য ছিলোনা। সোনাগাজি যেমনি নাম ধরে-ধরে ব্লগারদের হেয় করছে, তারই জেরে নাম বলতে যেয়ে আপনার নাম চলে এসেছে। প্লিজ আমকে ভুল বুঝবেন না। বিষয়টা সহজভাবে নেবেন। আমি কি আপনার পর?
আর মাছি কি শুধু বিষ্ঠাতেই ঘুরে? নিশ্চই না। মিষ্টির দোকানেও কতো হাজার-হাজার মাছি ঘুরঘুর করে। যে মাছি বিষ্ঠায় বসে তা মিষ্টিতেও বসে। তেমনি আপনি যেমনি সোনাগাজিরে মন্তব্য দেন, তেমনি অন্যদেরও দেন। আমিওতো আপনার কতো মন্তব্য গ্রহণ করি। শুধু ইসলাম নিয়ে আপনার করা বিষ্ঠারমতো কার্যকলাপকে ঘৃণা করি। রাজনীতিতে আপনি বামপন্থি, আমি ডানপন্থি। ব্লগে আপনি সোনাপন্থী, আমি জটিলপন্থী। এছাড়া আর আমাদের কি কোনো দ্বন্দ আছে? যেমন পাগলকে আমরা এড়িয়ে গেলেও পাগল ছাড়া কি সমাজ হবে? এটাতো সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। বরং পাগলের প্রতি মানবতা দেখতে পারাই আমাদের আসল মনুষত্ব্যের প্রকাশ। তাই আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমিও সত্যিকারের মানুষ হতে চাই। আজ যদি নিজের একটা ভাই পাগল হতো, তবে কি ফেলে দিতে পারতাম?
তাই আপনার বৃহৎ মনে ক্ষুদ্র বিষয়কে বরাবরের মতো পাত্তা না দিয়ে খোলা দিলের পরিচয় বজায় রাখবেন বলে আশা করি। আর কিরকুট আপনাদের কার মাল্টি তা জানিনা। যদি আপনাদের কারো মাল্টি না হয়, তবে সোনাগাজি হতে আপনারা যেই ডলার-ডুলার পান তা হতে কিরকুটকে কিছু দিয়েন, এ আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। বেচারা আপনাদের জন্য খুব খাটছে। আশা করি আমার অনুরোধটি গ্রহণ করে প্রায়শ্চিত্য করার সুযোগ দিবেন। বিশেষ আর কিবা লিখবো? ভালো থাকুন।
লাল সেলাম ♥♥♥
পূর্বে যাদের লিখেছি
নতুন নকিব ভাই
পদাতিক ও গেঁয়ো ভূত ভাই
শেরজা তপন ভাই
সোনাবীজ ভাই
জুল ভার্ণ ভাই
সাড়ে চুয়াত্তর ভাই
ছবি আভী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



