জুন মাসের শেষ সপ্তাহে আমি আমার ফেসবুক আইডি ডিলেট করে দিছিলাম । এতদিনে তার চল্লিশাও হয়ে গেছে। আজ বিকেলে একজনকে ফোন দিয়েছিলাম । তিনি তার সমস্যার কথা বললেন । আমি বললাম , এত কিছু হয়ে গেছে অথচ কিছুই জানলাম না। তিনি আরও বললেন , ঐ সমস্যার কথা তিনি ফেসবুকে শেয়ার করেছেন। উনাকে কিছুই বললাম না। আসলে পারিবারিক ঝামেলার কথা ফেসবুকে শেয়ার না করাই ভাল। আর যদি জনগণের স্বার্থে করতে হয় , তবে তা হিসেব নিকেশ করেই করা উচিত।
মাস দুয়েক আগে আমি আমার সমস্যা নিয়ে ব্লগে কয়েকটা পোস্ট দিয়েছিলাম । অনেকেই আমার লেখাকে একপাক্ষিক হিসেবে উড়িয়ে দিয়েছেন। পরে সেইসব পোস্ট সরিয়ে ফেলি। তবে ভবিষ্যতে সেইসব নিয়ে আবারও লেখার ইচ্ছে আছে।
গত দুই দিন ধরে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর সেনাবাহিনীর ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট শেষ না হওয়ায় চট্টগ্রামবাসী জলে ভাসছে। চট্টগ্রামের মেয়রের বাড়িও জলে টইটুম্বর ।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ হয়েছে । আমার ধারণা ফেসবুকে এটা নিয়ে কম লেখালেখি হয় নি। বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়াবহ এটা আগে না বুঝলেও গত বছর থেকে বুঝতে পারি। ওরা সভ্য বলে ওদের বিচ্ছেদের পদ্ধতিটা হয় সুন্দর । আর আমরা বেশিরভাগ অসভ্য বলে আমাদের বিচ্ছেদটা হয় কুৎসিতভাবে। ওদের ঐখানে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় স্বামী-স্ত্রী । আর আমাদের এখানে বেশিরভাগ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় পরিবার।
ফেসবুকে নাই বলে আজকাল অনেকের গুডবুকেও থাকি না আমি । অবশ্য আমি কোন কালে কারো গুডবুকে ছিলাম বলে মনে হয় না। সম্ভবত এই বছর আর ফেসবুকে একটিভ হবার সম্ভাবনা নেই। আশা করি এই বছরের মধ্যে মামলা সংক্রান্ত ঝামেলা শেষ হয়ে যাবে। তখন আমি মুক্ত মানুষ হিসেবে ফেসবুকে আবার সক্রিয় হব।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৪