জিম থেকে ক্লান্ত হয়ে এসে লিভং রুমে বসে আছি ।এমন সময় আমার ভাতিজা সামি এসে আমায় বলল - চাচ্চু ক্রিকেট খেলব তুমি আস বোলিং করবে ।আমি বললাম - বাবা আমি এখন টায়ার্ড এবং পেটে প্রচুর খিদা লাগছে ।আমার এখন চার্জ দরকার - এখন তুমি যাও পরে তোমার সাথে খেলবো । কিছুক্ষণ পর সে তার বাবা'র মোবাইলের চার্জার নিয়ে বলল - এই নাও চাচ্চু চার্জার - তাড়াতাড়ি চার্জ দিয়ে দাও ।
হসপিটালে গেছি রোগী দেখতে - হসপিটালের বারান্দায় বসে আছি । পাশে এক বাংগালি বয়স্ক লোক কথা বলছেন এক স্পেনিশ লোকের সাথে । তিনি বলছেন - সাম সাম এলাকা ইজ গুড - সাম সাম এলাকা ইজ বেড । স্পেনিশ লোকটা জিজ্ঞেস করছে - হোয়াট ইজ এলাকা ? উনি বলতে পারছেন না কিন্তু হাত দিয়ে ইশারা করে বোঝাতে চেষ্টা করছেন - হোয়াট ইজ এলাকা ।অবশেষে স্পেনিশ লোকটা কিছু না বুঝে সিট থেকে উঠে চলে গেল ।
আমার বিল্ডিংয়ের বেইসমেন্টে আগুন লাগছে ।ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে দেয়ার পর আমার এক পিচ্ছি কাজিন এক ফায়ার ফাউটার কে জিজ্ঞেস করছে -
আগুন কই গেল ? ফায়ার ফাইটার বলছে - নিভিয়ে ফেলছি । আমার পিচ্ছি কাজিন বলছে - আবার কি আগুন লাগাতে পারবে, আমি আগুন দেখতে চাই ।
রিয়েল লাইফ জোকস ( ১ম পর্ব )
রিয়েল লাইফ জোকস ( ২য় পর্ব )
রিয়েল লাইফ জোকস ( ৩য় পর্ব
রিয়েল লাইফ জোকস (৪র্থ পর্ব)।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




