২৯ অক্টোবর যাত্রাবাড়িতে লাঠি হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেয়। (ছবি : টিবিএস)
একটি দেশের জনগনের প্রাত্যহিক জীবনের প্রয়োজন পূরণের জন্য এবং রাষ্ট্রের করণীয় কাজ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সার্বভৌম রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা থাকে। সেই সব সংস্থা পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকে যা দেশের প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত ও তারা আইনের সীমারেখার মাঝে থেকে কাজ করে এবং সেখানে তাদের প্রত্যকের কাজের জন্য থাকে প্রশাসনিক জবাবদিহীতার সাথে সাথে ব্যক্তিগত জবাবদিহীতাও ।
সেই হিসাবে ব্যাংক পরিচালনার জন্য যেমন থাকে ব্যাংকিং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঠিক তেমনি দেশের খনিজ কিংবা প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ-পরিচালনার জন্য আছে পেট্রোবাংলা। শিক্ষার জন্য আছে শিক্ষা বোর্ড কিংবা বিদ্যুত-পানির জন্য আছে ডেসা কিংবা ওয়াসা বা চিকিৎসার জন্য বিএমডিসি। এসব কর্তৃপক্ষ তাই করে যা তাদের কর্ম এলাকা এবং তারা সেই সব লোকই নিয়োগ করে যারা স্ব স্ব পেশায় অভিজ্ঞ। এখন যার বিদ্যুৎ সম্পর্কে কোন জ্ঞান নেই তাকে যদি বিদ্যুতের দায়িত্ব দেয়া হয় কিংবা যার অর্থনীতি সম্পর্কে কোন জ্ঞান নেই তাকে যদি অর্থের দায়িত্ব দেয়া হয় তাহলে না বিদ্যুত ঠিকমত চলবে না অর্থনীতি তার স্বাভাবিক গতিপথে চলবে। সব জায়গায় তখন নয়-ছয় (৯-৬) হবে অর্থ্যাৎ সমাজের সব জায়গায় লেজগোবরে পরিস্থিতি তৈরী হবে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেশে পুলিশের পাশাপাশি আনসার-বিজিবি-শিল্প পুলিশ-পর্যটক পুলিশ-এসএসএফ-সেনা বাহিনী-নৌ বাহিনী-বিমান বাহিনী-র্যাব -গোয়েন্দা পুলিশ সহ আরো অনেকেই আছেন যারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেশের প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত এবং তারা তাদের কাজের এলাকায় অভিজ্ঞও বটে। আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী (রক্ষী বাহিনী নয়) দেশের সাথে সাথে দেশের বাইরেও (জাতিসংঘের অধীনে) সুনামের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচছে।
বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মূল যে ব্যাপার তা হলো - এসব (স্ব স্ব পেশায়) পেশায় যারাই নিয়োগ প্রাপ্ত হয় তাদের পেশাগত দক্ষতা ও আরও ভাল পরিষেবার জন্য কর্তৃপক্ষ সময় সময় (নিয়োগের পর পরই, কাজ শুরুর আগে কিংবা পুরো কর্মকালে) নানা রকম পেশাগত প্রশিক্ষনের ব্যবস্থা করে যাতে যাতে ভালভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এত সব বাহিনী ও তাদের এত এত পেশাগত অভিজ্ঞতা থাকার পরও এখন আওয়ামীলীগ ( বাংলাদেশের একটি রাজনৈতিক দল যাদের ব্যানারে দেশের সরকার এখন ক্ষমতায় এবং রাজনৈতিক দল ও সরকারের কাজ সম্পূর্ণরূপে আলাদা আলাদা হওয়া উচিত এবং এটাই নিয়ম) যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে -
> আওয়ামীলীগের এ সহায়তায় কতটা নিরপেক্ষ হবে? তারা যে বিরোধীমতকে দমনে তা ব্যবহার করবেনা,এ নিশ্চয়তা কে দেবে?
> যারা পেশাগত ভাবে রাজনীতি করে (যাদের আইনশৃঙ্খলা রক্ষায় নেই কোন প্রশিক্ষন) তারা কিভাবে নিরপেক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মত সুশৃংখল বাহিনীকে সহায়তা করবে ? কিংবা
> আইনশৃঙ্খলা বাহিনীর মত পেশাদার একটি বাহিনী যদি আইনশৃঙ্খলা রক্ষায় একটি রাজনৈতিক দলের সহায়তার উপর নির্ভর করে বা করতে হয় কিংবা তারা যদি কারো মতের দ্বারা প্রভাবিত হয় তাহলে তাদের পেশাদারিত্বের উপর কি প্রশ্ন উঠবেনা ?
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি সত্যি সত্যি রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হয় - এর ফলে সমাজে-দেশে-দেশের বাহিরে এ বাহিনীর পেশাদারিত্ব সম্পর্কে নেতিবাচক ধারনার সাথে সাথে সমাজে এক ক্ষতিকর ধারার তৈরী হবে যেখানে যে কোন ক্ষমতাশীন দল খুব সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিরোধী দল-মতকে দমন করতে চাইবে। যা দেশের রাজনীতি, দল হিসাবে আওয়ামীলীগ-বিএনপি কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কারোর জন্য ভাল ফল বয়ে আনবে বলে মনে হয়না।
কাজেই, রাজনৈতিক দল হিসাবে আওয়ামীলীগ-বিএনপি দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য নিজ নিজ করণীয় নিয়ে জনগনের সামনে যাবে এবং রাজনীতি করবে। জনগন যাকে বা যার করনীয় কাজে খুশী হয়ে তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে তারা সরকার গঠন করবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে। এদিকে - আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সকল রাগ-অনুরাগ-বিরাগের বাইরে থেকে নির্মোহভাবে দেশের মংগলের জন্য পেশাগতভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে যেখানে আওয়ামীলীগ-বিএনপি কিংবা বিরোধীদল বলে কোন কিছু থাকবেনা এবং এটাই সকলের জন্য মংগলজনক।
এ আমার মত আমজনতার অভিমত ও ভাবনা।
জানিনা আপনারা কিংবা সরকার-প্রশাসন আমার এ ভাবনা কিংবা অভিমতের সাথে একমত হবেন কিনা।
জবাব দিহীতা - আমার মত আমজনতার ভাবনার সাথে সাথে সামুর ব্লগাররা এ ব্যাপারে কে কি ভাবছেন তা জানার জন্যই এ লেখা। এখানে আওয়ামীলীগের বিরোধীতা করা কিংবা তাদের চাওয়া সঠিক নয় - তা বলারও বিষয় নয়। বিষয়টা হলো নৈতিকতার এবং পাঠককে এর সাথে রাজনীতির দূরতম কোন সম্পর্কও না খোজার বিনীত অনুরোধ রইলো।
তথ্যসূত্র -
> আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে আ’লীগ -লিংক - Click This Link
> অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ - https://silkcitynews.com/
> অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে আ’লীগ - https://www.learncobd.live/
>অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে আ.লীগ- Click This Link
পূর্ববর্তী পোস্ট -
===============
১২। "আমাদের দেশটা স্বপ্নপুরী" - আসুন একনজরে দেখি আমাদের স্বপ্নপুরীর সর্বশেষ অবস্থা।
Click This Link
১১।"স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের আলোচ্যসূচী" - সত্যিটা কি ? ( আম জনতার সমসাময়িক ভাবনা - ১১) Click This Link
১০। " সংবিধান থেকে একচুলও নড়া হবে না" - নির্বাচনকালীন সরকার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাস্তবতা"- Click This Link
৯।"হিরো আলম কার প্রতিদ্বন্দ্বী " - Click This Link
৮। সেন্টমার্টিন দ্বীপ লিজ কিংবা বিক্রি - সত্যিটা কি ? - Click This Link
৭।আমেরিকার ভিসা নীতি বনাম বাংলাদেশের ভিসা নীতি-এর পর কি হবে?-
Click This Link
৬। আমার সোনার বাংলা কি কোটিপতি ও খেলাপি ঋণ তৈরীর কারখানা ? - Click This Link
৫। " রংপুর সিটি কর্পোরশন নির্বাচন - লাঙলের জয় ও নৌকা চতুর্থ " - কি বার্তা দেয় আমাদের? - Click This Link
৪। " বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন " - তুমি কার ? -
Click This Link
৩। সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখন যাদুঘরে - আপনি কি একমত ? -
Click This Link
২। বর্তমান সময়ে আমরা কি একটি বুদ্ধি প্রতিবন্ধী ও দৃষ্টিশক্তি হীন জাতি বা প্রজন্মে পরিণত হচছি বা হতে যাচছি? -
Click This Link
১। আমাদের সমাজের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কি ভেঙে পড়ছে ? -
Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২২