somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের আলোচ্যসূচী" - সত্যিটা কি ? ( আম জনতার সমসাময়িক ভাবনা - ১১)

২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি - jugantor.com

আগামী ২৮ শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সরকার পতন আন্দোলনের চূড়ান্ত ধাপের কর্মসূচি হিসেবে ২৮ অক্টোবর শনিবার, নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গত কয়েকদিন ধরে এ মহাসমাবেশ নিয়ে বিএনপির প্রচারণার চেয়ে আওয়ামীলীগের হুমকি-ধামকি বিরোধীতাই সবচেয়ে বেশী পরিলক্ষিত,যা নিয়ে জনমনে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ‘শান্তি ও উন্নয়ন’ শিরোনামে সমাবেশের অনুমতি চেয়ে এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে দেশের শাসক দল। এ দিন বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামীলীগের সমাবেশ ডাকা এবং ঢাকার রাজপথ-অলিগলি সব তাদের দখলে রাখার যে ঘোষনা দিয়ে যাচছে আওয়ামীলীগের সব পর্যায়ের নেতারা,তা নিয়ে দেশের সাধারন মানুষের সাথে সাথে দেশ- বিদেশের সবাই উদ্বেগ-উৎকন্ঠায় আছে। অন্যদিকে বর্তমানে দেশে যে সংস্কৃতি চালু হয়েছে তা হলো," বিরোধীদলের যে কোন সমাবেশের দিন সেই এলাকায় সরকারী দলের অলিখিত হরতাল (যানবাহন-রাস্তাঘাট বন্ধ করে নিজেরা শক্তির মহড়া দেয়) অবরোধ পালন এবং বিরোধীদলকে মোকাবিলার নামে প্রশাসনিক ও দলীয়ভাবে সাধারন জনগনের স্বাভাবিক জীবনযাপন ব্যাহতকরন"। কোন একসময় বাংলাদেশে বিরোধীদল হরতাল-অবরোধ করত তা এখন সরকারী দল করে। বর্তমানে দেশের বড় দু রাজনৈতিক দলের এ পাল্টা-পাল্টি কর্মসূচীর কারনে দেশের অস্থিতিশীল রাজনীতি নিয়ে জনমনে আবারও উদ্বেগ-উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে । সরকারি দল আওয়ামী লীগ ও রাজনীতির মাঠের প্রধান বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে (বিএনপি যে দিন কোন রাজনৈতিক কর্মসূচী দেয়, সেই দিনই তার বিপরীতে সরকারীদলও রাজনৈতিক কর্মসূচী দেয়। যা অনেকটা ইচছাকৃত পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর মত মনে হয়) সারাদেশের রাজনীতিতে আবারো বিরাজ করছে টানটান উত্তেজনা ।



ছবি - ittefaq.com.bd

এরই প্রেক্ষাপটে গতকাল (২২ অক্টোবর,রোববার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " পিটার হাস জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা"?


বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের সামনে পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তাসহ অনেক বিষয়ে নিয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। পিটার হাস জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা? রোববার বিকালে সচিবালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন,"সরকারের এমন চিন্তা নেই "?

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন, পিটার হাস বলেছেন, "তোমরা আসা-যাওয়া বন্ধ করে দেবে নাকি"?

আমরা বলেছি, "আসা-যাওয়া বন্ধ কেন করব! ঢাকায় তো সবারই প্রয়োজন। রোগীর প্রয়োজন, বিদেশে যাওয়ার হলে সবকিছু তো ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার প্রশ্নই আসে না। তারা আসবে, তারা যাবে, সেখানে আমরা বাধা দেব না। আমরা শুধু এটুকু বলব, তারা যেন কোনো ভায়োলেন্সে লিপ্ত না হয়। রাস্তায় চলাচল তারা যেন সচল রাখে। এটুকুই আমাদের রিকোয়েস্ট"।


ছবি - ছবি - jugantor-online

স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পরপরই রোববার (২২ অক্টোবর) রাতে গণামাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, "স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি "। রাতে মার্কিন দূতাবাস থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, "আজ (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন"।


ছবি - jugantor-online

এদিকে , আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ কঠোর হতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশের অভিযান চলছে। ডিএমপির দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে। > পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ - Click This Link

একই বিষয়ে দুই রাষ্ট্রের দুইজন দায়িত্বশীল ব্যক্তির সম্পূর্ণ ভিন্ন রকম বিবৃতির প্রেক্ষপটে আমজনতা হিসাবে যে ভাবনা আমার মাথায় এসেছে বা যা ভাবছি, "এখানে কে সত্যি বলছেন , আর কে মিথ্যা বলছেন? যদি কেউ সত্যি সত্যিই মিথ্যা বলে থাকেন,তাহলে মিথ্যা বলে কি হাসিল করতে চাচছেন? ইচছা কিংবা অনিচছায় তারা মিথ্যা বলে সাময়িকভাবে যা হাসিল করতে চাচছেন,তার থেকে হাজারোগুন বেশী দীর্ঘমেয়াদে তারা হারাবেন জাতি হিসাবে । কারন - এরকম দায়িত্বশীল ব্যক্তিরা একটা দেশ ও জাতির প্রতিনিধি। তাদের করা কাজের যে কোন প্রভাবই তাদের দেশ-জাতির উপর পড়তে বাধ্য এবং ব্যাপকভাবে পড়েও, তা সে পজেটিভ কিংবা নেগেটিভ যেভাবেই হোক না কেন।

আমরা সবাই প্রতিনিয়ত নানা কথা বলি এবং আমাদের বলা যে কোন বেফাস কথাই আমাদের অসম্মানের কারন হয়ে দাড়াতে পারে। রাজনৈতিক কারনে সকল দেশের রাজনৈতিক নেতারাই সত্যি-মিথ্যার মিশেল দিয়ে অনেক কথাই বলে থাকেন দলীয় সমর্থকদের চাংগা রাখার জন্য। যা অনেকটা "পাবলিক খায়, তাই বলির" বিখ্যাত ঊক্তির মত। তবে সেসবই হয়ত নিজেদের মধ্যে থাকে। যখন অন্য কোন দেশ-জাতি কিংবা দেশের বাইরের দায়িত্বশীল কারো সম্পর্কে কিছু বলা হয় তখন যে কারো কিছু বলার সময় আরও বেশী সতর্ক হওয়া জরূরী,বিশেষ করে যখন দায়িত্বশীল (রাষ্ট্রদূত-মন্ত্রী )পদে কেউ থাকে। কারন - তাদের বলা যে কোন কথাই সরকারের কথা হিসাবেই বিেবচিত হয় এবং তাদের যে কোন ভূল কিংবা জিহ্বা স্লিপ ( মিথ্যা :( নয়) কথা তাদের দেশ-জাতি সম্পর্কে দেশের বাইরে খারাপ বার্তা দিতে পারে। নানা কারনে এমনিতেই দেশে-বিদেশে আমাদের বিশ্বাসযোগ্যতা তলানীতে। দায়িত্বশীল ব্যক্তিদের এরকম কথা আমাদের আরো নীচে নিয়ে যেতে পারে যেখান থেকে আমরা হয়ত কয়েক যুগেও বের হতে পারব না। আর তাই আমাদের প্রত্যেকেরই কথা বলার ব্যাপারে সতর্ক হওয়া উচিত যার যার অবস্থান থেকে।

জবাব দিহীতা - আমার মত আমজনতার ভাবনার সাথে সাথে সামুর ব্লগাররা এ ব্যাপারে কে কি ভাবছেন তা জানার জন্যই এ লেখা। এখানে কে সত্যি বলছে বা কে মিথ্যা বলছে বা কাউকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রমান কিংবা করোর বিরোধীতা করার বিষয় নয় এবং পাঠককে এর সাথে রাজনীতির দূরতম কোন সম্পর্কও না খোজার বিনীত অনুরোধ রইলো।

================================
তথ্যসূত্র

> পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী - ঢাকার প্রবেশ পথ বন্ধের চিন্তা নেই - Click This Link
> স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাস্তা বন্ধ নিয়ে পিটার হাসের কোনো আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস - লিংক - Click This Link
> ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে : তথ্যমন্ত্রী - https://mybangla24.com/newspapers/naya-diganta
>সরকার রাস্তাঘাট বন্ধ করবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস - স্বরাষ্ট্রমন্ত্রী - https://mybangla24.com/newspapers/naya-diganta
> ঢাকা শহর থাকবে জয় বাংলার দখলে, বললেন নানক - Click This Link
>মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ, নেতাকর্মীকে অবস্থানের নির্দেশনা দেয়া হয়নি: মির্জা ফখরুল - https://dailyinqilab.com/politics/news/611558
> ২৮ তারিখ দেখাইয়া বাকি খাওয়া বন্ধ করুন -মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম - https://dailyinqilab.com/politics/news/611416
>স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা - Click This Link
>মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী কথা হয়েছে জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় - https://www.ittefaq.com.bd/664106/


পূর্ববর্তী পোস্ট -
===============

১০। " সংবিধান থেকে একচুলও নড়া হবে না" - নির্বাচনকালীন সরকার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাস্তবতা"- Click This Link
৯।"হিরো আলম কার প্রতিদ্বন্দ্বী " - Click This Link
৮। সেন্টমার্টিন দ্বীপ লিজ কিংবা বিক্রি - সত্যিটা কি ? - Click This Link
৭।আমেরিকার ভিসা নীতি বনাম বাংলাদেশের ভিসা নীতি-এর পর কি হবে?-
Click This Link
৬। আমার সোনার বাংলা কি কোটিপতি ও খেলাপি ঋণ তৈরীর কারখানা ? - Click This Link
৫। " রংপুর সিটি কর্পোরশন নির্বাচন - লাঙলের জয় ও নৌকা চতুর্থ " - কি বার্তা দেয় আমাদের? - Click This Link
৪। " বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন " - তুমি কার ? -
Click This Link
৩। সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখন যাদুঘরে - আপনি কি একমত ? -
Click This Link
২। বর্তমান সময়ে আমরা কি একটি বুদ্ধি প্রতিবন্ধী ও দৃষ্টিশক্তি হীন জাতি বা প্রজন্মে পরিণত হচছি বা হতে যাচছি? -
Click This Link
১। আমাদের সমাজের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কি ভেঙে পড়ছে ? -
Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

বন্ধুর বউ কে শাড়ি উপহার দিলেন ব্যারিস্টার সুমন। বাটার প্লাই এফেক্ট এর সুন্দর উদাহারন।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭



এক দেশে ছিলো এক ছেলে। তিনি ছিলেন ব্যারিস্টার। তার নাম ব্যারিস্টার সুমন। তিনি একজন সম্মানিত আইনসভার সদস্য। তিনি সরকার কতৃক কিছু শাড়ি পায়, তার জনগণের মাঝে বিলি করার জন্য।... ...বাকিটুকু পড়ুন

×