তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া প্রসঙ্গে বিসিবি বলেছে তামিমের ইঞ্জুরির কারনে দলে রাখা হয়নি। । এটাতো খুব স্বাভাবিক যে , ইঞ্জুরি বা ফর্ম না থাকলে যে কোন খেলোয়ারই দল থেকে বাদ পড়ে। কিন্ত বিসিবির এই ভাষ্য সত্য হলেতো জল এত ঘোলা হবার কথা নয়। তামিমের দল থেকে বাদ পড়া ও তার ভাইকে টিম ম্যানেজা্রের পদ থেকে সরিয়ে দেয়া নিয়ে এখন দেশব্যপী হট্টগোল হচ্ছে এবং এই ইস্যূতে সাকিব আল হাসান পড়েছে সবার তোপের মুখে বিতর্কিত কিছু মন্তব্য করে।
ভিডীও বার্তায় তামিম যা বলেছে ''আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। আমাকে হঠাৎ করে ফোন করে বললেন, “তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো। তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে।” আমি বললাম, ভাই, এটা এখনো ১২-১৩ দিনের কথা। আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকব। কী কারণে খেলব না? তখন বললেন, “আচ্ছা তুমি যদি খেলোও, আমরা এমন একটা পরিকল্পনা করছি, তুমি যদি খেলোও, তাহলে নিচে ব্যাট করাব।”সুত্র ঃ ফেসবুক
আমাদের সবার মনে রাখতে হবে যে সাকিব একজন খেলোয়ার , ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক নয়। বোর্ডকে তোষামোদি করতে গিয়ে হয়ত তামিমের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিন্ত তাকে টার্গেট করে অযথা গালাগালি করলে বাংলাদেশ ক্রিকেটের কোন উন্নতি হবে না। মুল নষ্টের গোড়া হচ্ছে বিসিবি। সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে তামিমকে দল থেকে বাদ দেয়া প্রসঙ্গে কেন তারা মিথ্যা কথা বলল? তামিমের ইঞ্জুরি যেখানে কারন না , সেখানে কেন সেটা উল্ল্যেখ করে তাকে দল থেকে বাদ দেয়া হল? এবার আসা যাক বিসিবি সভাপতির ভাষ্যে। যারা একটু হলেও ক্রিকেট বোঝে তাদের জানার কথা যে মিডল অর্ডারে অলরাউন্ডারদের রাখা হয় যারা ব্যাট ও বল দুইটাতেই পারদর্শী। এছাড়া উইকেট কিপারদেরো মিডল অর্ডারে রাখা হয়। তামিম ইকবাল শুরু থেকেই ওপেনিং এ খেলেন এবং বোলিং করেন না বা তিনি উইকেট কিপারো নন। তাহলে তাকে কেন মিডল অর্ডারে রাখা হবে? সেটা করা হলেতো ১১ জনের দলটাকেই দুর্বল করা হবে!!
তামিম ইকবালকে অসংখ্য ধন্যবাদ যে বিশ্বকাপের মত ইভেন্টে বোর্ডের কথামাফিক ম্যানেজ করে খেলতে গিয়ে তিনি দলের ক্ষতি করেননি। একজন প্রকৃত খেলোয়ার কখনই শুধু নিজের স্বার্থের কথা ভাবেন না, তার হ্রদয়ে থাকে দল ও সবচেয়ে উপরে দেশ। ফরমায়েসী বা ম্যানেজ করে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। তামিম ইকবাল সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাচ্ছে কারন তিনি দেশকে অগ্রাধিকার দিয়েছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১০