দুটো হার দিয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করা অস্ট্রেলিয়া একমাত্র অপরাজিত থাকা দল স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে। ভারতের জন্য বিষয়টা অত্যন্ত দুখজনক যে একটা মাত্র পরাজয় আর সেটা ফাইনালে! তবে সব ছাপিয়ে অস্ট্রেলিয়ানদের সভ্য আচরন সবার দৃষ্টি কেড়েছে। খেলাকে কিভাবে স্পোর্টিংলি নিতে হয়, আবেগকে কিভাবে নিয়ন্ত্রন করতে হয় , সংযত আচরনের মাধ্যমে কিভাবে জয় উদযাপন করতে তা শেখার আছে সভ্য দেশের খেলোয়ারদের কাছ থেকে। যাই হোক বিশ্বকাপে অংশ নেয়া সব দলই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আরো উৎকর্ষতার দিকে নজর দিবে এতে কোন সন্দেহ নাই । তবে আমরা কি কোন শিক্ষা নেব ? উত্তরটা যে নেতিবাচক তা বলার অপেক্ষা রাখে না।
আমরা এই দুনিয়ার বাইরের এক হিরক রাজার দেশ! ''লেসন লার্ন '' আমাদের ডিকশনারিতে নাই। আর তাই আমরা কোন শিক্ষা নেই না কারো কাছ থেকে। আমরা কুশিক্ষা ছড়াতেই অধিক গর্ববোধ করি !! তাইতো বছরের পর বছর ধরে খেলায় সীমাহীন ব্যার্থতার পরেও আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতির কোন পরিবর্তন হয় না। বিশ্বকাপ ক্রিকেটের আগ মুহুর্তে দলের অন্যতম ভাল ওপেনার ব্যটসম্যনকে অপমান করে দল থেকে বের করে দেই। আর আমাদের ক্রিকেট কাপ্তানের কথা আর কি বলব! উনাকে ''শোরুম উদ্বোধনকারী'' বলে ডাকা হয়। দেশেতো বটেই দুবাই গিয়েও পলাতক আসামী আরভ খানের স্বর্নের দোকান উদ্বোধন করেও তিনি সংবাদ শিরোনাম হন!! বিশ্বকাপ খেলার মাঝপথেও আচমকা দেশে চলে আসে তিনি! ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে ক্যপ্টেনের দেশে যাওয়ার কোনো মানে হয় না। ' এমন কাপ্তানের অধীনে খেলে বাংলাদেশ দল নেদারল্যন্ডের মত নবীন দলের বিরুদ্ধেও হেরে যাওয়াটা কি খুব অস্বভাবিক কিছু ?
তবে আমাদের কাপ্তানের লজ্জা শরম বলে কোন কিছু নাই। এখন তিনি একতরফা নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোয়নপত্র কিনেছেন। আগের কাপ্তান মিডনাইট ইলেকশনের এম্পি মাশরাফিকে দেখেই অনুপ্রানিত হয়েছে নিঃসন্দেহে। যে সব দৃষ্টান্ত স্থাপন হচ্ছে দিনকে দিন তাতে আমাদের খেলোয়াররা আর দেশের জন্য খেলবে না , তারা খেলবে শুধু ব্যক্তিগত প্রাপ্তির জন্য। কে কত বেশী অসৎ , কে কত বিবেকহীন হতে পারে , সেই প্রতিযোগিতার মাঝেই লিপ্ত করা হচ্ছে জনগনের ট্যাক্সের টাকায় পালিত ক্রিকেটারদের!!
ছবিসুত্র ঃ গুগল