বই পড়া আমার বহুদিনের শখ, বিশেষ করে ইসলামী বই। হাতে বাড়তি ১০০/২০০ টাকা থাকলেই আমি সব সময় কিছু বই কেনার চেষ্টা করি। এখানে আমি আপনাদের কয়েকটি ভাল ও প্রয়োজনীয় ইসলামী বইয়ের নাম বলছি যেগুলি পড়লে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে।
১. আলফিকহুল আকবর, লেখক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, অনুবাদঃ ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আক্বীদা সংক্রান্ত শিক্ষা লাভের ব্যাপারে এটাই বাংলা ভাষায় মূল বই।
২. তাফসীরে মা আরেফুল কোরআন, মুফতী মোহাম্মদ শফী রহমাতুল্লাহ আলাইহি, অনুবাদঃ মাওলানা মুহিউদ্দীন খান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এই তাফসীর ১০/১২ টি খন্ডে প্রকাশিত। তবে সংক্ষিপ্ত আকারেও এখন বাজারে পাওয়া যায়।
৩. পবিত্র কোরআন শিক্ষা পদ্ধতি, মুফতী সুলতান মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
৪. নবীয়ে রহমত, লেখক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত।
৫. সীরাতে ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত।
৬. হায়াতুস সাহাবাহ রাযিয়াল্লাহু আনহুম। সাহাবীদের জীবনী নিয়ে এই বইটা লিখেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী রহমাতুল্লাহ আলাইহি আর বইটির বাংলা অনুবাদ করেছেন হাফেয মাওলানা মুহাম্মদ যুবায়ের, যিনি ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই বইটি দারুল কিতাব, ৫০ বাংলাবাজার ঢাকা থেকে প্রকাশিত। বইটি কয়েক খন্ডে প্রকাশিত।
৬. আল-কোরান দ্যা চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব ১, ২, ৩, ৪, লেখক কাজী জাহান মিয়া, মদীনা পাবলিকেশন্স, ৩৮/২ বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত। প্রতিটা খন্ডের দাম নিবে গড়ে ১০০ টাকার মত। লেখক কাজী জাহান মিয়া আগে সেনাবাহিনীর মেজর ছিলেন। এই বইটি লেখার জন্য ১ বছর ছুটি চাইছিলেন। সেনাবাহিনী ছুটি না দেওয়ায় উনি মেজরের চাকরি ছেড়ে দেন। বর্তমানে উনি যুক্তরাষ্ট্র প্রবাসী। বাংলাভাষায় কোরআন ও মহাকাশ বিজ্ঞানের উপর সবচেয়ে সেরা বই হল এটা।
৭. বিজ্ঞানময় আল-কোরান, লেখক মোহাম্মাদ নুরুল ইসলাম, চট্রগ্রাম থেকে প্রকাশিত।
৮. ভ্রমন সিরিজ, লেখক শায়খুল ইসলাম মুফতী তাকী উসমানী, মাকতাবাতুল আশরাফ, ইসলামী টাওয়ার, ১১/১, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
৯. স্বপ্নযোগে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম, সংকলন ও সম্পাদনা মাসিক মদীনা পত্রিকার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান, মদীনা পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
১০. প্রিয় নবীজী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় প্রসঙ্গ, মদীনা পাবলিকেশন্স, বাংলাবাজার-১১০০, ঢাকা থেকে প্রকাশিত।
১১. মাযহাব কি ও কেন ? লেখক শায়খুল ইসলাম মুফতী তাকী উসমানী, মাকতাবাতুল আশরাফ, ইসলামী টাওয়ার, ১১/১, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
১২. মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো ? লেখক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা-১১০০।
১৩. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীকে কি দিয়েছেন ? লেখক সাইয়েদ আবুল হাসান আলী নদভী, ৩৮/২ মদীনা পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
১৪. পর ধর্ম গ্রন্থে মোহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম, ৩৮/২ মদীনা পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
১৫. বেদ, পুরাণে আল্লাহ ও মোহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম।
১৬. Scientific indication of the Holy AL-Quran, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত।
১৭. শায়খুল ইসলাম হযরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী, লেখক ডঃ মুশতাক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত।
১৮. হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নির্বাচিত ঘটনাবলী, আল-কাঊসার প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
১৯. যুক্তির সাহায্যে আল্লাহকে জানা, লেখক তুর্কী বিজ্ঞানী হারুন ইহাহিয়া, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত।
২০. আল-হিদায়া, হানাফী মাযহাবের সর্বাধিক প্রসিদ্ধ নির্ভরযোগ্য এবং জনপ্রিয় প্রামাণ্য ফিকাহ গ্রন্থ। এই গ্রন্থের প্রণেতা ইমাম বুরহান উদ্দীন আলী ইবনে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। ৪ খন্ডে বিভক্ত। , ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত।
২১. বেহেশতী জেওর, হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এমদাদিয়া লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত। সহজ ভাষায় হানাফী মাযহাবের মাসলা গুলি এই বইয়ে বলা হয়েছে।
২২. আমলী কোরআন, হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এমদাদিয়া লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
২৩. জ্বীন জাতির বিস্ময়কর ইতিহাস, ৩৮/২ মদীনা পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
২৪. তাযকিরাতুল আওলিয়া, এমদাদিয়া লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
২৫. আলেম মুক্তিযোদ্ধার খুজে, লেখক সাংবাদিক শাকের হোসাইন শিবলি, আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার ঢাকা-১০০০।
২৬. মাদারিজুন নবুওয়াত [ নবুওতের মর্যাদা], আল্লামা শায়খ আব্দুল হক্ক মুহাদ্দেস দেহলভী, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
২৭. ইতিহাসের কাঠগড়ায় মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহু, লেখক মুফতী তাকী উসমানী, দারুল কলম প্রকাশনী।
পুনশ্চঃ আমি এইখানে যে প্রকাশনী গুলির নাম বললাম ঐ সব প্রকাশনী ছাড়াও এদের মাঝে কিছু বই অন্যান্য প্রকাশনী থেকেও বের হয়েছে। আপনারা জেলা সদরের যে কোন লাইব্রেরীতে খোজ করলেই এই বইগুলি পাবেন। আর তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের অনেক বই এখন বেসরকারী প্রকাশনী থেকেও বের হয়েছে। তাফসীরে মা আরেফুল কোরআন ছাড়া অন্যান্য বইগুলির দাম সর্বোচ্চ ১০০/১৫০ টাকার ভিতরে। আজকালকার ছেলেরা মেয়েদের কে কত দামী দামী শোপিচ Gift করে। তো এইখান থেকে কিছু টাকা বাচিয়ে আমার এই ব্লগে উল্লেখিত কিছু বই পড়লে Girlfriend এর সাথে ঘুরার চেয়েও বেশি মজা পাওয়া যাবে।
ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব
বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা
ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল
স্টালিনের নৃশংসতার স্বীকার এক বাঙ্গালী বিপ্লবী
মাওসেতুং এর সময় চীনা মুসলমানদের দূর্দশতার কথা শুনুন
কামসূত্র বইটি কোথা থেকে এল ? এর ইতিহাস কি আপনি জানেন ?
সতীদাহ প্রথা সরাসরি দেখার এক দুর্লভ অভিজ্ঞতার কথা শুনুন
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



