এই ব্লগে কাকে ব্যান, সেমিব্যান, কমেন্ট ব্যান করলে আপনি খুশী হয়ে থাকেন? চাঁদগাজী/সোনাগাজীকে নিশ্চয়ই; এটা ভালো! চাঁদগাজী/সোনাগাজী "ব্যক্তি আক্রমণ" করে থাকে। সেলিম আনোয়ার কি আক্রমণ করে ব্যান হলেন?
সেলিম আনোয়ার যে ব্লগে নেই, তা আপনি বুঝতে পারেননি? নাকি বুঝেও মুরগী বিপ্লবীর মতো অসহায় হয়ে চুপ করে আছেন? সামুটিম ব্লগার সেলিম অনোয়ারকে ঘোষণা দিয়ে ব্যান করেছে। আমার মতে, সেলিম আনোয়ার সেই ধরণের গুরুতর কোন অপরাধ করেননি: উনি সামুটিমের ১ সদস্যের পোষ্টে ১টি বন্য কবিতা যোগ করেছিলেন মন্তব্য হিসেবে।
আমি গভীর ঘুমের মাঝেও ব্লগে থাকায়, উনার কবিতাটি পড়ার সুযোগ পেয়েছিলাম। সেলিম আনোয়ার বড় সরকারী চাকুরী করেন ও উচ্চ-শিক্ষিত মানুষ হওয়ায়, কবিতাটি আমাকে হতবাক করেছিলো। উনাকে এইজন্য হুশিয়ার করে দিলেই চলতো; কিন্তু সামুটিমের সদস্যের পোষ্টে পোষা ব্লগারদের মতো মন্তব্য না'করায় উনার প্রীভিলিজ কেড়ে নেয়া হয়েছে। আমার মতে ইহা বড় ধরণের অবিচার।
উনাকে ব্যানমুক্ত করা হোক।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৯