আমি নাহল ইমরোজ। রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্র। এখন যে তাপমাত্রা বেড়েছে তাতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তার ফকির সবাই কষ্ট পাচ্ছে। আওয়ামীলীগ বলেন বা বিএনপি বলেন; এই গরমে সবাই কষ্ট পাচ্ছে। ভবিষৎ এ আরো খারাপ হতে পারে এই ভাবিয়া ব্লগে দুইটি ব্লগ লিখি। একটি হচ্ছে গাছ লাগান ও পরিবেশ বাচাঁন আরেকটি হচ্ছে বীজ গুলো পুতিয়া দেই। আর আমি কি কি বীচি লাগিয়েছিলাম সেই শীর্ষক এই ব্লগটি লিখিয়াছিলাম।
এখনো আপনারা গাছ লাগান। স্কুলে গাছ লাগান। কলেজে গাছ লাগান। ইউনিয়ন পরিষদ এর আঙ্গিনায় গাছ লাগান। থানা, পুলিশ লাইন, ব্যারাকে গাছ লাগান। মসজিদের আঙ্গিনায় গাছ লাগান, মন্দিরের খালি জায়গায় গাছ লাগন। উপজেলার চেয়াম্যান চাইলে রাস্তার ধারে গাছ লাগাতে পারেন। সরকারি কোয়াটার্রে গাছ লাগান। অফিসে গাছ লাগান। জেল খানায় গাছ লাগান।
বর্তমানে আমাদের দেশে খুবই গরম এবং তাপমাত্রা প্রায় স্বাভাবিক অতিরিক্ত হচ্ছে, যা মানুষের জীবনধারাকে আরও কঠিন করে দিচ্ছে। এই গরমের অবস্থা কমানোর জন্য গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গাছগুলি প্রাণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদনে সহায়ক। এছাড়াও, গাছের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড রিমোভ করে দিতে পারি, যা গ্রীনহাউস গ্যাস এর প্রচুর পরিমাণের সাথে বাধা দেয়।