![]()
প্রথমেই একটা কথা বলি। যখনই ভালো বা সেরাদের তালিকা করা হয় তখন সে তালিকায় যাদের নাম আসেনা তারা তালিকাটাকে সহজ ভাবে নেননা। যারা নিজ যোগ্যতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেন তাদের অভিনন্দন না জানিয়ে উলটো তাদের হিংসা করি। এটা ঠিক নয়। সম্মানীদের সবসময় সম্মান করা উচিত।
আমাদেরই বা দোষ কি ? আমাদের গোঁড়ায় গলদ। আমরা নিজেকে ছাড়া অন্য কাউকে যোগ্য মনে করতে পারিনা।
এই মাসে কারা ভালো ব্লগিং করেছেন তা দেখার আগে প্রথমে জানা উচিৎ ভালো ব্লগিং বলতে কি বুঝায়? ওয়েল , আমার মতে একজন ভালো ব্লগার এর নিম্নোক্ত গুণাবলী থাকা দরকার।
![]()
(১) লেখার মান ভালো হতে হবে। শুধু ভালো লিখলে হবেনা। নিজের লেখা পোস্টে ব্লগিং ইন্টারেকশন এর মাধ্যমে সম্মান জনক মন্তব্য ও হিট পেতে হবে।
(২) অন্যের ব্লগে কোয়ালিটি মন্তব্য করতে হবে। সুস্থ ও পরিচ্ছন্ন ব্লগিং করতে হবে অর্থাৎ ব্লগের কোন নীতি ভঙ্গ করা যাবেনা। ক্যাচাল , অন্যকে ব্যক্তি আক্রমণ করা , কপি পেস্ট , ফ্ল্যাডিং এবং গালি দেওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে।
(৩) ব্লগারদের সাথে আন্তরিক ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখতে হবে। ব্লগের প্রতি আসক্তি, প্রচণ্ড আবেগ , রোষ , ক্রোধ থাকতে হবে।
(৪) দায়িত্বশীল ব্লগিং করতে হবে। যেমন পোস্টের মধ্যে দেশের প্রতি দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থাকা, মন্তব্যের মাধ্যমে নতুনদের ভালো লিখতে ও ভালো ব্লগার হতে উৎসাহিত করা , দেশ , ধর্ম , কালচার ও অন্যের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অন্যকে সম্মান করা। কোন ব্লগারের বিপদে এগিয়ে আসা। কারো উপর অন্যায় হলে সেখানে প্রতিবাদ করা ইত্যাদি। নিজের জন্য না লিখে অন্যের উপকারে লেখা। ব্লগের জন্য ক্ষতিকর এমন কিছু দেখলে সে সম্পর্কে ব্লগের এডিটরকে অবগত করা।
(৫) ব্লগের প্রতি ডেডিকেশান থাকতে হবে।
![]()
একজন ভালো ব্লগারের আরো অনেক গুণাবলী থাকে। যেমনঃ পোস্ট লেখার ক্ষেত্রে চিন্তা বা কাজে সর্বদা একই নীতি অনুসরণে দৃঢ় সংবদ্ধ থাকতে হবে। একটি পোস্ট মানসম্পন্ন হলো এরপর অন্য পোস্টগুলো মানহীন হলে হবেনা। প্রয়োজনে মাসে ১ টি পোস্ট দিবে তবুও মানসম্পন্ন পোস্ট লিখতে হবে। মানহীন ১০০ টা পোস্টের চেয়ে মানসম্পন্ন ও বিশ্লেষণ মূলক এবং উপযুক্ত তথ্য উপাত্ত উল্লেখ করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশদ বর্ণনা দিয়ে লেখা শিক্ষণমূলক ১০ টা পোস্টই সেরাদের সেরা হওয়ার জন্য যথেষ্ট। বাচনভঙ্গি অসাধারণ হতে হবে। যে বিষয় নিয়ে লিখছে সে বিষয় নিয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। লেখার মধ্যে অনন্যতা বজায় রাখতে হবে।অর্থাৎ যে বিষয় নিয়ে লেখা হচ্ছে সে বিষয়ের উপর অদ্বিতীয় হতে চেষ্টা করতে হবে। লেখার মধ্যে মূল বিষয়বস্তু সুনির্দিষ্ট ভাবে ফুটিয়ে তুলতে হবে এবং তা প্রাঞ্জল ভাবে অর্থাৎ লেখার বিষয়বস্তু বৈশিষ্ট্যসূচক ও সহজ হতে হবে। আরো অনেক কিছু তবে এগুলো বেশি।
উপরোক্ত গুণাবলীর প্রেক্ষিতে এই মাসের ৩০ জন ব্লগারের ৩০ টি পোস্ট নির্বাচন করা হলো। প্রতিদিন সামুতে অনেক পোস্ট আসে। পোস্টের সংখ্যা এভারেজে প্রায় ২০০ থেকে ৩০০। উল্লেখিত গুণ গুলো বিবেচনা করে তার মধ্য থেকে প্রতিদিন একটি করে পোস্ট নির্বাচন করে ৩০ দিনের ৩০ টি পোস্ট সংগ্রহ করেছি।
![]()
০১-০৪-২০১৪
ব্লগারঃ মামুন রশিদ
পোস্টঃ সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অগ্নিঝরা মার্চ'১৪
০২-০৪-২০১৪
ব্লগারঃ মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
পোস্টঃ মার্চ রিভিউঃ ফিরে দেখা মার্চ ২০১৪... সামহোয়্যার ইনে যা কিছু আলোচিত-নির্বাচিত...
ব্লগার স্বপ্নবাজ অভি
পোস্টঃ একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ -২০১৪
ব্লগারঃ আমিনুর রহমান
পোস্টঃ মিছে চিল নয় বরং চলুন গোবিন্দ হালদারের পাশে দাড়াই ।
০৩-০৪-২০১৪
ব্লগারঃ হাসান মাহবুব
পোস্টঃ সন্ধ্যের মত অন্ধ
০৪-০৪-২০১৪
ব্লগারঃ অপু তানভীর
পোস্টঃ সামুর ব্লগারের জন্য প্রয়োজনীয় দরখাস্ত সমূহ !
ব্লগারঃ বিবাগী বাউল
পোস্টঃ বাংলাদেশের ন্যায্য পানি লুণ্ঠন করে বাঁধ দিয়ে তৈরি বিদ্যুৎ ভারত নিয়ে যাবে বাংলাদেশের উপর দিয়েই!
০৫-০৪-২০১৪
ব্লগারঃ ব্লকড
পোস্টঃ যৌন হয়রানি : উত্তাল সাস্ট ক্যাম্পাস ভিক্টিম কে স্যার বললেন নষ্টা
০৬-০৪-২০১৪
ব্লগারাঃ নিশাত তাসনিম
পোস্টঃ সত্য বললে ছাগু ডাকিস, যুক্তি দিলে দিস ট্যাগ, তথ্য দিয়ে সত্য বলছি, ট্যাগ দিতে পারস কিনা দেখ
০৭-০৪-২০১৪
ব্লগারঃ ত্রিশোনকু
পোস্টঃ অশ্লীল ভাষা যখন সপ্রতিভতা।
০৮-০৪-২০১৪
ব্লগারঃ আরজুপনি
পোস্টঃ♣পদ্যপাতা: সমসাময়িক♣
০৯-০৪-২০১৪
ব্লগার একজন ঘূণপোকা
পোস্টঃ ব্লগে বেশি সময় দিলে আপনার যে রোগগুলো হতে পারে। (ব্লগারদের কিছু রোগ ও তার লক্ষণ।)পর্ব-০১
১০-০৪-২০১৪
ব্লগারঃ তন্ময় ফেরদৌস
পোস্টঃ আইসিটির ৫৭ ধারার কালো থাবা বন্ধ করুন..
ব্লগারঃ ইমতিয়াজ ইমন
পোস্টঃ প্রশ্নপত্র ফাঁস - উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
১১-০৪-২০১৪
ব্লগারঃ কান্ডারি অথর্ব
পোস্টঃ রহস্যাবৃত যমজ স্বর্ণযুগ সভ্যতা অঘোরে অনুরূপ
ব্লগারঃ শাবা
পোস্টঃ ৪র্থ পর্ব : বাংলার শব্দভাণ্ডার
১২-০৪-২০১৩
ব্লগারঃ টুম্পা মনি
পোস্টঃ গল্প পিচাশ ( শেষ পর্ব)
১৩-০৪-২০১৩
ব্লগারঃ স্নিগ্ধ শোভন
পোস্টঃ বৈশাখী অন্তরঙ্গ আলাপনঃ- আপনাদের সাথে আছেন শ্রদ্ধেয় ব্লগার মামুন রশিদ।
১৪ -০৪ -২০১৪
ব্লগারঃ জেনারেশন সুপারস্টার
পোস্টঃ মাফিয়াচক্রের কুখ্যাত জগত ও তাদের অপারেশন স্টাইল
১৫-০৪-২০১৪
ব্লগারঃ মুদ্দাকির
পোস্টঃ মন + শান্তি = প্রশান্ত মন = নির্বাণ ?????
১৬-০৪-২০১৪
ব্লগারঃ *কুনোব্যাঙ*
পোস্টঃ ডাক্তাররা সব কসাই, চলেন ডাক্তার পিটাই!!
ব্লগারঃ নিঃসঙ্গ অভিযাত্রিক
পোস্টঃ ভুপাল গ্যাস ট্র্যাজেডিঃ মধ্যপ্রদেশের এক মধ্যরাতে..
১৭-০৬-২০১৪
ব্লগারঃ বঙ্গভূমির রঙ্গমেলায়
পোস্টঃ বাংলা সাহিত্যের নির্বাচিত শ্রেষ্ঠ প্রেমের কবিতাগুলো
১৮-০৪-২০১৪
ব্লগারঃ আশরাফুল ইসলাম দূর্জয়
পোস্টঃ লিখে রাখো আরো কিছু সময়, ডাকনাম!
১৯-০৪-২০১৪
ব্লগারঃ মাঈনউদ্দিন মইনুল
পোস্টঃ অভিজ্ঞতা থেকে বলছি: আপনার লেখাগুলো গুগলে সার্চ দিয়ে দেখুন কতবার চুরি হয়েছে!
২০-০৪-২০১৪
ব্লগারঃ শামীম সুজায়েত
পোস্টঃ কে বলে বদলে দেবে মানচিত্র !
ব্লগারঃ ডাঃ নার্গিস পারভীন
পোস্টঃ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি - প্রসঙ্গ -খাদ্যে বিষাক্ত রাসায়নিক
২১-০৪-২০১৪
ব্লগারঃ জমরাজ
পোস্টঃ বিশ্বের কয়েকটি অদ্ভুতুড়ে মৃত্যুগাথা!
২২- ০৪-২০১৪
ব্লগারঃ অকুল পাথার
পোস্টঃ এই অসহনীয় গরমে ঘামের হাত থেকে রেহাই পেতে চান? দেখে নিন কিছু উপকারী স্টেপ।
২৩-০৪-২০১৪
ব্লগারঃ সোহানী
পোস্টঃ ইহা কিঞ্চিত ভ্রমন গাইড সহ ছবি পোস্ট......... ড্রেসডান, জার্মান
ব্লগারঃ দিনমজুর
পোস্টঃ রানাপ্লাজা: শ্রেণী যুদ্ধের যে বধ্যভূমির কথা ভুলে থাকাই আরামদায়ক
২৪-০৪-২০১৪
ব্লগারঃ শায়মা
পোস্টঃ তুই দুইটা খা, আমি একটাই খাবো --- বাচ্চারা মন দিয়ে দেখো, শোনো আর শেখো...
ব্লগারঃ সানড্যান্স
পোস্টঃ ৫টি ভিন্ন ভাষার অসাধারন মুভির রিভিউ, ডাউনলোড লিঙ্ক সহ!
২৫-০৪-২০১৩
ব্লগারঃ ইমিনা
পোস্টঃ বিক্ষিপ্ত স্রোতে অভ্যস্ততা
২৬-০৪-২০১৪
ব্লগারঃ খেয়া ঘাট
পোস্টঃ ছয়টি ছবিতে একটি পুরুষ জীবনের গল্প- (রম্য)
২৭-০৪-২০১৪
ব্লগার বিদ্রোহী ভৃণ্ড
পোস্টঃ আমাদের ভব্যতা অসভ্যতা বোধ ও একজন চাং হং-ওন!!!!!! আমরা কবে সভ্য হবো?
ব্লগারঃ মোস্তফা কামাল পলাশ
পোস্টঃ টাইম মেশিনে চড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়টিতে চলে যেতে পারতাম তবে যে বিষয়টিতে ভর্তি হতাম তা হলো Water Resource Management/Engineering
২৮-০৪-২০১৪
ব্লগারঃ কাল্পনিক_ভালোবাসা
পোস্টঃ দৃষ্টি আকর্ষনঃ কপি পেষ্ট পোষ্ট।
ব্লগারঃ সোনাবিজ অথবা ধুলোবালিছাই****
পোস্টঃ নবীন কবিদের ‘কঠিন’ কবিতা
২৯-০৪-২০১৪
ব্লগারঃ ইছামতির তী্রে
পোস্টঃ সামুর সম্মানিত ব্লগারগণ সবসময় বিচিত্র সব ছদ্দনাম ব্যবহার করেন কেন? তারা নিজের আসল নামে লেখেন না কেন?
ব্লগারঃ কোবিদ
পোস্টঃ পৃথিবীর ভয়াবহতম ঘূর্ণিঝড় ম্যারি এন এর আঘাতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলকে লণ্ডভণ্ড করে দেওয়া ভয়াল ২৯ এপ্রিল আজ
৩০-০৪-২০১৪
ব্লগারঃ সুফিয়া
পোস্টঃ পৃথিবীর সবচেয়ে বড় মাটির তৈরী মসজিদ।
ব্লগারঃ দেশ প্রেমিক বাঙালী
পোস্টঃ প্রমত্তা তিস্তা! একটি নদীর অপমৃত্যু!! অতপর একটি জাতির করুণ আর্তনাদ!!
![]()
একজন ব্লগার কোন পোস্টে যেন মন্তব্য করেছিলেন (আমার ঠিক মনে পড়ছেনা) ব্লগার অফ দ্যা ডে নির্বাচন করা সামু কর্তৃপক্ষের একটি অতি গুরুত্বপূর্ণ রেসপনসিবিলিটি । কোন ব্লগার ব্যক্তিগত ভাবে এগুলো করলে অন্য ব্লগাররা ভালো চোখে দেখেননা। এবং যে এসব করতে যায় সে অনেক পরিশ্রম করা স্বত্বেও সবার কথা শোনে , ট্যাগ খায় , গালি শোনে , এবং কেউ ব্যক্তিগত উদ্যোগে করলে অন্য ব্লগারদের কাছে কম ইমপরটেন্স পায়। তাই কর্তৃপক্ষকেই এই উদ্যোগ টি গ্রহণ করে অতিসত্বর কার্যকর করার পরামর্শ দিচ্ছি। কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে প্রতিমাসে এই পোস্ট দেওয়ার আশা রাখি এবং পোস্ট দেওয়ার আগে সামুর প্রধান মডুকে দেখানোর ইচ্ছা প্রকাশ করছি। তিনি পোস্ট যাচাই করে আমাকে গ্রীন সিগন্যাল দেওয়ার পর আমি পোস্ট পাবলিশ করবো। যদি সম্মানিত ব্লগারদের ও সামু কর্তৃপক্ষের কোন আপত্তি না থাকে। যদিও আমি এখানে স্বজন প্রীতি করিনাই এরপরও অন্যদের মনে হবে এটি একটি ব্যক্তিগত উদ্যোগ । এবং এই উদ্যোগ অনেকটা মূল্যহীন। এই কাজটা কর্তৃপক্ষকে নিজ উদ্যোগেই করতে হবে।
একজন ব্লগারকে ব্লগার অফ দা ডে হওয়ার জন্য আরো কোন কোন গুণ ও যোগ্যতার দরকার সে ব্যাপারে অভিজ্ঞ ও সিনিয়র ব্লগারদের পরামর্শ দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এবং সামু কর্তৃপক্ষকে পোস্টটি নজরে রাখার অনুরোধ জানাচ্ছি। সামু কর্তৃপক্ষ এই উদ্যোগটি গ্রহণ করলে মাস শেষে সেরাদের তালিকায় আসার জন্য ব্লগারদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ব্লগাররা ব্লগের প্রতি আসক্ত হবে , ব্লগের নিয়ম নীতি মেনে চলে দায়িত্বশীল ব্লগিং করবে। অন্যের পোস্টে মন্তব্য করবে এবং আরো অনেক কিছু। প্রয়োজনে প্রতিমাসে এই কাজটি করার জন্য একজন এক্সট্রা নির্বাচককে দায়িত্ব দেওয়া হোক।
দায়িত্ব প্রাপ্ত নির্বাচক পোস্ট তৈরি করার পর প্রধান মডুকে দেখাবেন। তিনি যাচাই বাচাই করে চূড়ান্ত পর্ব তৈরি করে নোটিশ বোর্ড থেকে মাসের শেষ দিন বা পরের মাসের ১ তারিখে পোস্ট দিবেন। এতে ব্লগ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমি মনে করি। যেহেতু নোটিশ বোর্ড থেকে দেওয়া হচ্ছে তাই সবার কাছে গ্রহণযোগ্য হবে
বি: দ্রঃ ৩০ টি পোস্টের সাথে এক্সট্রা যে পোস্ট গুলো দেখতে পাচ্ছেন সেগুলোও খুব ভালো পোস্ট ছিলো। পোস্ট গুলো ফ্রেশ ব্লগারদের হওয়াই এবং পোস্টের মধ্যে দায়িত্বশীলতা থাকায় পোস্ট গুলো অতিরিক্ত পোস্ট হিসেবে এড করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




