আগে একবার বলেছিলাম Blue Moon কাকে বলে। জানিয়েছিলাম Blue Moon বা নীল চন্দ্র নীল নয়।
আরও বলেছিলাম Blue Moon-কে যতটা বিরল বলা হচ্ছে ততোটা বিরল নয়। তথ্য-উপাত্যে দেখিয়ে ছিলাম প্রতি আড়াই থেকে তিন বছরে একবার করে Blue Moon দেখা যায়।
তবে হে, কিছু কিছু Blue Moon আছে যেগুলি আসলেই বিরল। সেই বিরল Blue Moon এর মধ্যে একটির কথা জানিয়েছিলাম, যার নাম Halloween Blue Moon ।
আজ বলবো Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রের কথা ।
Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র কি?
আগের লেখাগুলিতে আমরা জেনেছিলাম Blue Moon দুই ভাবে নির্নয় করা হয়। একটি Seasonal Blue Moon এবং অন্যটি Monthly Blue Moon.
Blue Moon এর দ্বিতীয় সূত্র Monthly Blue Moon অনুযায়ী কোনো মাসে যদি ২টি পূর্ণিমা দেখা যায় তাহলে শেষ পূর্ণিমাটিকে Blue Moon বলা হয়। আর যদি কোনো বছরের ১২ মাসের মধ্যে ২টি মাসে Blue Moon দেখা যায় তাহলে তাদেরকে বলা হবে Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র। তবে কোন বছরের ডিসেম্বর মাসে Blue Moon দেখা যারওয়ার পরে আবার পরের বছরের মার্চ মাসেও Blue Moon দেখা গেলে তাকেও Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র হিসেবে বিবেচনা কারা হয়। (কেনো করা হয় তা জানি না।)
হরহামেশাই Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র দেখার সুযোগ মিলে না। প্রতি ১টি শতাব্দীতে, মানে ১০০ বছরে ৩ থেকে ৭ বার এমন Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র দেখার সুযোগ হয়।
নিচে একটি তালিকা দেয়া হলো।
১৬০০ থেকে ৯৯৯৯ সালের মধ্যে
১ শতাব্দীতে ৩ টি করে Double Blue Moon দেখা যাবে ৪ টি শতাব্দীতে।
১ শতাব্দীতে ৪ টি করে Double Blue Moon দেখা যাবে ৪৬ টি শতাব্দীতে।
১ শতাব্দীতে ৫ টি করে Double Blue Moon দেখা যাবে ২৫ টি শতাব্দীতে।
১ শতাব্দীতে ৬ টি করে Double Blue Moon দেখা যাবে ৮ টি শতাব্দীতে।
১ শতাব্দীতে ৭ টি করে Double Blue Moon দেখা যাবে ১ টি শতাব্দীতে।
গত ২০১৮ সালে বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা গেছে Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র।
সে বছর জানুয়ারি এবং মার্চ মাসে দুটি করে পূর্ণিমা বা Blue Moon দেখা গিয়েছিল।
পরবর্তী Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৭ বছর।
আগামী ২০৩৭ সালের জানুয়ারি এবং মার্চ মাসে আবারও দেখা যাবে Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র।
সাধারনত Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রের প্রথম Blue Moon টি দেখা যায় জানুয়ারি মাসে আর দ্বিতীয় Blue Moon টি দেখা যায় প্রধানত মার্চ মাসে। ১৬০০ সাল থেকে শুরু করে ১০,০০০ বছরের হিবাসে দেখা গেছে-
৪০০ টি Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রের মধ্যে ৩৪৩টি জানুয়ারি-মার্চ মাসে।
৪০০ টি Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রের মধ্যে ৩৭ টি জানুয়ারি-এপ্রিল মাসে।
৪০০ টি Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রের মধ্যে ২০ টি জানুয়ারি-মে মাসে।
এসবতো গেলো Monthly Blue Moon এর নিয়মে Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রের হিসাব নিকাশ।
তাহলে কি Seasonal Blue Moon নিয়মেও Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্রে দেখার সুযোগ আছে?
এর উত্তর হচ্ছে – না, নেই।
কারণ Seasonal Blue Moon নিয়মে Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র হতে হলে বছর ১৪টি পূর্ণিমা হতে হবে। বছরে ১৪টি পূর্ণিমা হওয়া সম্ভব না বলেই Seasonal Blue Moon নিয়মে Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র দেখার কোনো সুযোগ নেই।
তাছাড়া কোনো বছরে যদি একটি Seasonal Blue Moon এবং একটি Monthly Blue Moon হয়ে তাবে তাদেরকেও Double Blue Moon বা দ্বৈত নীল চন্দ্র বলা হয়। তবে এটি বেশ বিরল ঘটনা।
১৫৫০ সাল থেকে ২৬৫০ সাল পর্যন্ত ১১০০ বছরের মধ্যে মাত্র ২০টি বছরে এই রকম একটি Seasonal Blue Moon এবং একটি Monthly Blue Moon দেখা গিয়েছিলো।
শেষ বার দেখা গিয়েছিলো ১৯৩৪ সালে।
আগামীতে দেখা যাবে ২০৪৮ সালে।
এবার শেষ করছি Triple Blue Moon কথা জানিয়ে।
হে একই বছরে ৩টি Blue Moon দেখা গেল সেটাই Triple Blue Moon হবে।
তা ও কি সম্ভব?
কোনো বছরে যদি একটি Seasonal Blue Moon এবং দুইটি Monthly Blue Moon হয়ে তাবে তাদেরকে Triple Blue Moon বলা হয়।
১৫৫০ সাল থেকে ২৬৫০ সাল পর্যন্ত ১১০০ বছরের মধ্যে মাত্র ২১টি বছরে এই রকম একটি Seasonal Blue Moon এবং দুটি Monthly Blue Moon দেখা গিয়েছিলো।
শেষ বার দেখা গিয়েছিলো ১৯৬১ সালে।
আগামীতে দেখা যাবে ২১৪৩ সালে।
আমাদের অনেকতেই হয়তো Double Blue Moon দেখার সুযোগ পাবেন।
তবে কেউই Triple Blue Moon দেখার কোনো সুযোগ পাবেন না।
Double Blue Moon দেখার নিমন্ত্রণ সহ শেষ করলা এইখানে।
তথ্য সূত্র ও ছবি : অন্তর্জাল
=======================================================================
আরো কিছু পুরনো লেখা
রাতের আকাশ ও তারা পরিচিতি
বুধ গ্রহ
শুক্র গ্রহের আদি-অন্ত
বৃহস্পতি গ্রহ
জুপিটার ও ভেনাস ২০১৭
এবার শনি গ্রহ দেখুন
আকাশে গ্রহের হাট
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
২২ ডিগ্রী সৌর বর্ণবলয়
ক্রপ সারর্কেল
ধূমকেতু নিওওয়াইজ / Comet NEOWISE