আপনিও পারবেন !
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ২
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৩
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৪
০৬.০৫.১২
ইয়েস... ইয়াহু
আগের পোষ্টে দেখতে পারেন আমার হার্ট বিট আগে বেশী ছিল ও কাহিল হয়ে যেতাম , পায়ে ব্যথা শুরু করত, এখন ৩০ মিনিট দৌড় এর পর এমন কিছুই হয় না ।
ধীরে ধীরে এগুচ্ছি ।
আজ পেটের পেশীর ব্যায়ামটা করলাম কয়েক মিনিট । বেশীক্ষণ না । কারণ আমার টার্গেট হল সাকিব হাসান এর অলরাউন্ড পদ্ধতিতে ।
আজ ভোরে একটা চকো ডোনাট আর চকো কুকি খেয়েই ব্যায়ামটা দুপুরে সারি ।
১ প্লেট ভাত , ১ টা টমেটো, আর বার মিশালী সবজি , ব্যাস এতটুকুই ।
তবে আজ ট্রেনিং সেন্টারে ভুলে শটর্স ভুলে গিয়েছিলাম ।
আমি চলন্ত সিড়ি বা লিফট তেমন ব্যবহার করি না রাস্তাঘাটে বা কজে , এখন শুধুই সিড়ি
তাই উপাস থেকে স্বাস্থ্যবান হওয়ার দিন শেষ ।
চাকিব কান, খারাও আতাছি........... বুড়ি গঙ্গার পানি যদি না খাওয়াইছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




