এইতো সপ্তাহ খানেক আগে তিনি দম্ভ করে বলেছিলেন , আমি বঙ্গবন্ধু কন্যা, এটা আমার দেশ বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না।
ভাগ্যের কি নির্মম পরিহাস! মাত্র ৪৫ মিনিট সময় পেলেন তিনি ভেগে যাবার জন্য। নিজের দলের লক্ষ লক্ষ ত্যাগী নেতা কর্মীদের জীবনকে জলন্ত অগ্নিকুণ্ডে রেখে কি মহা স্বার্থপরের মত আপন বোনের হাত ধরে পালিয়ে গেলেন তিনি। ছিঃ ছিঃ ধীক্কার এমন নেত্রীর মুখে থুঃ
এ নিয়ে ভাল কথা বলেছেন এম সাখোয়াত হোসেন,
শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি। তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি। মিসরে কীভাবে হোসনে মোবারক জনরোষে উড়ে গেছে, সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি। জনগণের সরকার না হলে এমন পরিণতি হয়।
এরশাদের চেয়ে শেখ হাসিনা ১০০ গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন। এরশাদ পালিয়ে যাননি। তিনি পালিয়ে গেছেন। তিনি পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তাঁর হিংসা, দম্ভ, অহংকার দলটাকে ধ্বংস করল। ~ প্রথম আলো
কত যত্নে গড়ে তোলা বাবার স্মৃতির মিউজিয়াম, হাজার হাজার বঙ্গবন্ধু কর্ণার, কয়েক লক্ষ ম্যুরাল ও মুর্তি, আর মুজিব, ফয়জুনেচ্ছা, কামাল, জামাল, রাসেল স্মৃতির নামে জনগনের পয়সায় মচ্ছব করে গড়ে তোলা লাখো জঞ্জাল ফেলে তিনি চলে গেলেন!
সারা বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে তার দলের নেতা কর্মীদের আহাজারি। এর মধ্যে অনেক শোষক আছে ভয়ঙ্কর হিংস্র শ্বাপদ আছে- আছে কিছু ত্যাগী সত্যিকারের নেতা। এরা কোথায় যাবে কার কাছে যাবে?
কত বলেছিলাম দলের খ্যাতাপুরি- ওই শালা-শালীরা ঠিকই সময় বুঝে চম্পট দিবে খুঁজে নিবে নিজেদের সেফ জোন, মারা পড়বি তোরা।
বোঝেনি ওরা- গতকালও বুক ফুলিয়ে বলেছিল; আওয়ামীলীগ বহু পুরনো ও শক্তিশালী সংগঠন- এতো ছোটখাটো আন্দোলনে এ দল পতন সম্ভব না!
এখন দ্যাখ শালারা কেমন লাগে -শেখের বেটি পালায় গ্যাছে!!!!!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৩