আমি আমর লেখার গ্রহনযোগ্যতা হিসেবে "কমেন্টের সংখ্যা" ও কোয়ালিটি কমেন্টকে গণনা করি; অন্যদের অন্য ক্রাইটেরিয়া থাকতে পারে; উহা নিয়ে আমি মাথা ঘামাই না। অনেকে বানান-ভুল ও অসম্পুর্ণ বাক্য দিয়ে গল্প রচনা করেন, কবিতা লেখেন; গল্প, কবিতা মান্দার গাছে মত ডালপালা ছড়ায়ে বড় হয়, ফলও দেয় না, পাখীও বসে না; শেষে ১দিন হতাশ হয়ে ব্লগ ছাড়েন; কিংবা ক্যাঁচাল মেচাল লেখেন।
গত ২ দিনে 'সামু টিকবে কিনা' উহা নিয়ে কয়েকটা পোষ্ট এসেছে; কারণ কি? কারণ হচ্ছে, ভালো লেখা আসছে না, কমেন্ট পাওয়া যাচ্ছে না; কমেন্ট কমলে কোন ব্লগ সহজে টিকার কথা নয়। কমেন্টের অভাবে কত ব্লগ চোখের উপর হাপিস হয়ে গেলো!
যাঁদের লেখায় কমেন্ট কম পড়ে, তাঁরা হতাশ হওয়ার কথা; তাঁদের উচিত ব্লগের মানের কথাও চিন্তা করা; আমার লেখায় ২০ লাইনের কমেন্ট ( বড় কমেন্ট ) এলে, আমি হতাশ হই; লম্বা কমেন্ট যারা লেখেন, তাদের লেখায় সমস্যা আছে। কমেন্টের অভাবে আমি কোনদিন খুব একটা হতাশ হইনি। চাঁদগাজী নিকে আমার ৪০০০ লেখার মাঝে ৩৯০০টি'র মতো লেখা "আলোচিত পাতায়" গেছে। সোনাগাজী নিকে সবলেখা আলোচিত পাতায় গেছে; ৪ মাস জেনারেল/সেমিব্যানে অবস্হায় থাকার সময়ও ৯৫ ভাগ লেখা আলোচিত পাতায় গেছে। আমি বড়াই করছি না, আমি চেষ্টা করি, পাঠক যেন হতাশ না'হন; আমি ক্যাঁচাল লিখি না। আমি কাউয়ার পা, বকের ঠ্যাং নিয়ে জ্বীনভুত ও কুত্তা ছাগলের গল্প লিখি না, আমি চলমান ঘটনাকে 'নিজের এনালেইটিক্যাল ভাবনা' থেকে ব্যাখ্যা করি ও নিজের মতামত যোগ করি, আমি কারো কোট ফোট ব্যবহার করি না, হোক সে বাল্মীকি, কারো মতামত আমার লেখায় যোগ করি না।
আমার কমেন্ট নিয়ে আলোচনা হয়ে আসছে, উহা চলতে থাকবে; আমি ছোট কমেন্ট করি, লেখকেরা উহা ভালোবাসেন; ভালো লেখায় আমি সব সময় সুন্দর হিউমারাস কমেন্ট করার চেষ্টা করি; আমি ১ পাতা লম্বা কমেন্ট করি না। আমি চাই আমার লেখায় বেশী বেশী কমেন্ট পড়ুক; যারা কম কমেন্ট পড়লে হতাশ হননা বলেন, তাঁরা হয়তো অন্য ধরণের ব্লগার; আমি সাধারণ ব্লগার, কমেন্ট করি ও কমেন্ট পেতে ভালোবাসি। আমি চাঁদগাজী নিকে ৭ বছরে ৮৮ হাজার কমেন্ট পেয়েছিলাম; সোনাগাজী নিকে ১৫ মাসে ( আসল ব্লগিং ৯ মাস ) ১৩,৭০০০ মন্তব্য পেয়েছি, এর মাঝে সাড়ে ৪ মাস সেমিব্যানে ও জেনারেল অবস্হায় আছি। আমর লেখা পড়ুন ও মন্তব্য করুন; আমি আপনার লেখা অবশ্যই পড়ি ও আমি কমেন্ট ব্যানে না'থাকলে, আপনি আমার কমেন্ট পাবেন; আমার কমেন্ট যাঁরা পেয়ে থাকেন, তাঁরা আমাকে মনে রাখেন; আমি যাঁদের কমেন্ট পেয়ে থাকি, আমি তাঁদের মনে রাখি।