**** পোষ্ট সামনের পাতায় যায় না; পোষ্টটিতে নতুন কিছু আছে মনে হলে, ১টি লাইক দিবেন, ধন্যবাদ। ****
সরকার পতনের পর, ১ জন সচেতন নাগরিক প্রথমেই দেশের নতুন সরকার ও তহবিল সম্পর্কে জানতে চাওয়ার কথা! শেখ হাসিনার পতনের পর, বুদ্ধিমান মানুষজন বিনা সরকারে ১ দিনও থাকতে চাহেনি! মানুষ জানতে চেয়েছে, দেশ কে চালাবে: মিলিটারী, সিভিলিয়ান, কোন ধরণের সরকার। ড: ইউনুসের নাম শোনার পর, বুদ্ধিমান আওয়ামী লীগারেরাও কিছুটা ভরসা খুঁজে পেয়েছে! যদি সেখানে জামাতী কিংবা শিবিরের কারো নাম আসতো, দেশে ভয়ংকর কিছু ঘটতো।
বুদ্ধিমান মানুষেরা আরকটা বিষয় জানার জন্য বসে আছেন, সেটা হলো দেশের ক্যাশ তহবিল, রিজার্ভ ও বড় বড় ব্যয়-খাতের পরিমাণ( সরকারী বেতন, বিদেশী ঋণের পেমেন্ট, জ্বালানী ও কাঁচামালের পেমেন্ট )। ড: ইউনুস ১ সপ্তাহের মাঝে ইহা মানুষকে জানানোর দরকার ছিলো; কি কারণে, ড: ইউনুস তহবিল নিয়ে মানুষকে কিছু জানাননি? কারণ হচ্ছে, কাজটি কষ্টকর ও তিনি জানেন এই দেশের শতকরা ৯০ জন হচ্ছে বেকুব, ওরা এসব জানার জন্য তেমন উৎগ্রীব নয়।
আমাদের আগের প্রশাসকরাও মানুষকে ইডিয়ট ভাবতো; ব্যুরোক্রেটরা মানুষক ইডিয়ট বানায়ে রেখেছিলো; ড: ইউসুসও এই সুযোগটা নিয়েছেন; উনি তহবিল সম্পর্কে মানুষকে না'জানিয়ে ১টা বড় ধরণের অন্যায় করেছেন; দেশের ১০ ভাগ নাগরিক বুদ্ধিমান নাগরিক; ড: ইউনুসকে তাঁদের কথা মনে রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪