ছোটকালে ক্লাশে অপ্রয়োজনীয় কথা বলে, অকারণ অভিযোগ করে, অন্যকে কটু কথা বলে শিক্ষকের মার খেয়েছিলেন নাকি? আমি অপ্রয়োজনীয় কথা বলে ক্লাশে কিংবা সহপাঠিদের বিরক্তির কারণ হইনি; ইহার পেছনে যা কাজ করেছে, সেটা হলো, আমি ক্লাশে কথা খুবই কম বলতাম, শিক্ষকেরা আমাকে প্রশ্ন না'করলে আমি কিছু নিয়ে ক্থা বলতাম না; বন্ধুদের আড্ডায় আমি ভালো শ্রোতা।
কিন্তু আমার ব্লগিং রেকর্ড তা বলে না: ব্লগে আমি অধিক কথা বলি, বেশী লিখে থাকি, বেশী মন্তব্য করি; আমাকে ৪টি ব্লগ কতবার ব্যান করেছে, ইহা এক কেলেংকারীর ব্যাপার; একা সামু আমার ৬টি নিক ব্যান করেছে, বর্তমান নিক নিয়ে সামুটিম থেকে খোলা ব্লগে হুশিয়ারী এসেছে ২০/৩০ বারের বেশী।
কিন্তু ব্লগে আমার অধিক কথা বলাটা বাকস্বাধীনতার অপব্যবহার নয় বলে আমার ধারণা; কারণ, এখানে আমি আমার মতামত প্রকাশ করে থাকি।
ব্লগগুলোতে, এডমিনরা আমাকে ব্যান করার অনেক আগেই, সহব্লগারদের থেকে আমাকে ব্যানের দাবী উঠতো সব সময়, এখনো সেই ট্রেন্ড চলমান; আমার এসব ব্লগবন্ধুরা কিন্তু বাকস্বাধীনতার উপর গরুর রচনা লেখেন সময় মসয়।
সহব্লগারদের থেকে যাঁরা আমার ব্যান চেয়ে আসছিলেন ও আমার বর্তমান নিকের ব্যান চান , তাদেরকে আপনাদের কাছে "মহান বাকস্বাধীনতার দেবদুত বলে মনে হয়"? আমার চাঁদগাজী নিকটাকে ব্যান করানোর জন্য ৪৭০টি নিক খোলা হয়েছিলো ৭ বছরে। বর্তমান নিকটাকে ব্যান করছে না কেন, সেটা নিয়ে অনেক অনেক ব্লগারের মন খারাপ; এরা আবার ব্লগে "বাকস্বাধীনতা" উপর পোষ্ট লেখেন; আজকেও ১ জন লিখেছেন।
আমি আমার বাকস্বধীনতা রক্ষার জন্য চেষ্টা করি সব সময়, এবং আমি আমার বাকস্বাধীনতা নিয়ে সন্তুষ্ট। আমি অন্যদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করি না।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮