দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনার পূর্বে অতি সাধারণ একটি প্রশ্ন রেখে মূল প্রসঙ্গে ফিরে যাবো। - আমাদের দেশে পারিবারিক ও সামাজিক নানা রকম বিচ্ছিন্ন ঘটনার সাথে আমরা সবাই কমবেশী পরিচিত বলে আমার ধারণা। - আপনার কোনো ঘনিষ্ট আত্মীয়, ঘনিষ্ট ব্যক্তি (ভাই, বোন, বন্ধু) যদি আপনার কোনো শত্রুর সাথে চলাফেরা করেন, বন্ধুত্ব করেন, আপনার কোনো ঘোরতর বিরোধী শত্রুর সাথে আত্মীয়তা করেন আপনার কেমন লাগবে? - সম্ভব হলে প্রশ্নটির উত্তর জানাবেন।
প্রসঙ্গে ফিরে যাই। এই দেশের বিশেষ দুইটি রাজনৈতিক দল মনে করে “এই দেশটি তাদের নিজস্ব সম্পত্তি”। আর সহোদর হিসেবে তাদের সাথে থাকবে ৭১এর ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামস। প্রতিটি সময়ে আমরা দেখেছি রাজাকার আলবদর আল শামস এই দুইটি দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ৭১এর রাজাকার স্বাধীনতা যুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত ছিলো না, এরা খুনি হত্যাকারী। দিনের পর দিন তারা নিরপরাধ মানুষ হত্যা করেছে। আজও করে যাচ্ছে। ৭১এর ঘাতক দালাল রাজাকার দল ও তাদের পরিবার উক্ত দুইটি দলের অসংখ্য নেতানেত্রীর ছেলেমেয়ে ও ভাইবোনের সাথে বৈবাহিক সূত্রে আত্মীয়।
দেশের একদল লোকজন আছে যারা দেশের সাধারণ মানুষের ছায়ায় লুকিয়ে আছে! আপাতঃ দৃষ্টিতে মনে হতে পারে - এরা দেশের সাধারণ জনগণ! উক্ত ছায়াধারী লোকজন নানান মাধ্যমে প্রচার করে যাচ্ছে - এই দেশ এই বিশেষ দুইটি দলের ব্যক্তিগত সম্পত্তি। এবং এটি যারা মনে করেন না - তাঁরা অকৃতজ্ঞ। অর্থাৎ এই দেশ যেইভাবে ইচ্ছে সেইভাবে এই দুইটি রাজনৈতক দল ও তাদের সাথে রাজাকার দল মিলে লুটে পুটে খাওয়ার অধিকার রাখে। - আপনি যদি মনে করেন, এটি হওয়া উচিত নয়! তাহলে আপনি একজন অকৃতজ্ঞ মানুষ। আপনার ও আপনাদের চিন্তায় জাতি হয়ে যাবে অকৃতজ্ঞ। এখন, আপনি ও জাতি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আমি জানি না। তবে এই বিষয়ে আমি নিজে একজন ১০০ ভাগ অকৃতজ্ঞ মানুষ। এই দেশ কারোও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ কোনো রাজনৈতিক ব্যক্তির স্বামীর নয় - এই দেশ কোনো রাজনৈতিক ব্যক্তির পিতারও নয়। এই দেশ ১৭ কোটি সাধারণ জনগণের।
উক্ত দুইটি রাজনৈতিক দল এই দেশের সাথে এই দেশের সাধারণ মানুষের সাথে যা ইচ্ছা তা করেছে। জনগণকে ইচ্ছেমতো নিপীড়ন করেছে। TAX VAT AIT ATV নামে জমিদারি প্রথায় পিঠের চামড়া তুলে খাজনা আদায় করেছে। সেই খাজনার টাকায় প্রবাসে বাড়িঘর আড্ডাখানা মজমা খানা জুয়ার ঘর মদের আসর তৈরি করেছে। হরতাল অবরোধ করে করে জনগণকে অতিষ্ঠ করেছে, কষ্ট দিয়েছে। জীবন্ত মানুষ আগুনে পুড়িয়ে হত্যা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনাহার দিয়েছে, অভাব অনটন দিয়েছে, দুর্ভিক্ষ দিয়েছে - প্রাণ নিয়েছে। এরা চাইলে জনগণ বেঁচে থাকবে, এরা চাইলে জনগণ মরে যাবে। এরা চাইলে দেশ থাকবে, এরা চাইলে দেশ থাকবে না। সহজ অংক “যোগ বিয়োগ গুণ ভাগ” - এর বাইরে কিছুই নেই।
এই দেশের প্রধান দুই রাজনৈতিক দল ও তাদের সহোদর জামাত ই ইসলামের প্রতিটি সদস্যর আসল রূপ হচ্ছে “মুরাদ টাকলা”। ব্যক্তি মুরাদ টাকলার চারিত্রিক রূপ প্রকাশিত হয়েছে, উক্ত দলগুলোর সহস্র লক্ষ লোকের রূপ এখনও প্রকাশিত হয়নি। অথবা প্রকাশিত হয়েই আছে, আমরা জেনেও না জানার ভান করে আছি। ক্ষমতার জন্য এরা আজীবন জনগণকে বলির পাঠায় পরিণত করেছে, ভবিষ্যতেও তাই করবে। এদের কাছে জীবিত মানুষের কোনো মূল্য নেই। মৃত মানুষ, তথা লাশের নামে রাজনীতি করে। এরা মানুষের লাশ দিয়ে ক্ষমতার সিড়ি তৈরি করে, সেই লাশের সিড়ি বেয়ে ক্ষমতার আসনে আরোহন করে - এটি তাদের ধর্ম ও নৈতিক (রাজনৈতিক) দায়িত্ব।
পরিশিষ্ট: উক্ত রাজনৈতিক দলগুলো বিশেষ দুইটি রাষ্ট্রের ছত্রছায়য় লালিত পালিত দল। এরা আমাদের দেশের কেউ না। তাই আমাদের দেশের প্রতি, দেশের মাটির প্রতি তাদের নূন্যতম দেশপ্রেম মায়া মমতা ভালোবাসা নেই। এই অন্ধকারের রাজনীতি নামক পরিবারতন্ত্রের আড়ালে রাজতন্ত্র বন্ধ হোক। আমাদের দুঃখী দেশ হতে বিতাড়িত হোক সকল রক্তচোষা।
আত্মকথা: রাজনীতি নিয়ে এটিই আমার শেষ লেখা। এখানেই সমাপ্তি। রাজনৈতিক পোস্ট, মন্তব্য প্রতিমন্তব্য ও আলোচনা থেকে পূর্বে আংশিক বিরতি নিয়েছি, আজ এখন পুরোপুরি অবসর নিচ্ছি।
-------------------------------------------------------------সমাপ্ত----------------------------------------------------------