তুমি কি ভীষণ ব্যস্ত এখন?

তুমি কী এখন জীবন যুদ্ধে ব্যস্ত ভীষণ
অনিশ্চয়তায় ঘেরা কোনো দ্বীপে
আমি যে শুধু করেছি প্রেম নিবেদন
তোমার সমীপে ।
তুমি কী পাওনা খুঁজে সময়?
তোমার হাত থেকে কী তবে সময় চলে গেছে ?
তুমি কী এখনো অবিচল অটল।
আমাদের ব্যাপারে ;
ঐ দূর পাহাড়ের মতন।
তুমি কী খুঁজে পেয়েছো অসীম নির্জনতা!!
অগণিত মানুষের ভীড়ে, আমার মতো করে
তুমি কী... বাকিটুকু পড়ুন









