তুমি কি আজ বাড়ি ফিরবে? -
সাতদিন ধরে বারান্দায় ঝুলছে তোমার হলুদ শাড়িটা ,
তার পাশেই আমার কালো রঙের একটা পাঞ্জাবি।
হলুদ শাড়িটা হঠাৎ করেই মাঝে মাঝে দমকা এক বাতাসে এলোমেলো হয়ে যায়,
আর তখনই সে পাঞ্জাবিটার শরীরে ঝাপটা আঘাত দেয়।
কোনো কিছুরই পরোয়া নেই এই জগতে তোমার শাড়িটার,
সবকিছুতেই যেনো তার অহংকার আর খামখেয়ালিপনা।
শাড়িটার পাশেই আমার কালো পাঞ্জাবিটা
নিথর হয়ে... বাকিটুকু পড়ুন








