দুপুরের ঘুমে নুপুরের বিস্ফোরণ

এক অলস শীতের দুপুর, কম্বলে মোড়ানো জলহস্তির শরীর
অলৌকিক সাউনায় বাস্পস্নানে মশগুল,
চোখের ক্নান্ত পাতায় ভর করে কুসুম গরম রোদ,
জাগতিক উপাঙ্গগুলি মহা আলিঙ্গনে নেতিয়ে পড়েছে,
মস্তিস্কের কোঠরে কোঠরে নিভছে নিউরোণের স্ফুলিঙ্গ।
হঠাৎ বারান্দাময় হেঁটে চল তুমি, নুপুরের তালে,
ঘুমন্ত মস্তিস্কের তোরণে বেহায়া বেতাল পাহারাদার,
খুলে দিল সব দ্বার, তুমি ওষ্ঠাধর চেপে হাসো,
মস্তিস্কের আনাচে কানাচে তখন... বাকিটুকু পড়ুন










