।। বাবরের কান্না।। - আহমেদ রুহুল আমিন ।
শাহ, সৈয়দ, মুঘল, পাঠান
ইতিহাসে মিলে খোদ,
তিনশত বছর শাসন করেছে
দিল্লীর মসনদ ।
ভারতীয় উপমহাদেশ জুড়ে মিলে
ইসলামী নিদর্শন,
মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা সম্রাট
বাবরের দর্শন।
করুণাময়ের কৃপা খুঁজে ফিরে
রাজ দরবারে বসে,
অযোধ্যার সেই খোদার ঘরেতে
মন পড়ে থাকে চসে ।
খোদার ঘরের সেই সিক্ত মাটি আজ
বাবরের কান্নায়,
একশত কোটি চোখের নহর বহিছে
গঙ্গা আর যমুনায়... বাকিটুকু পড়ুন









