=বিক্ষিপ্ত ভাবনার আঁড়ালে আমি=

©কাজী ফাতেমা ছবি
ব্যস্ততম দিন চলে যায়-চোখের পলকে,
কত কাজের খসড়া-নিউরণে ঘুরছে অবিরত
গুছানো আর হয় না,শেষ তবে কবে তার!
মাথায় যন্ত্রণার চাপ-বন্ধ চোখ-নি:শ্বাস ভারী
পূর্বাশার আলোয় কর্ম নৌকার ধরি বৈঠা
গোধূলিয়ার ঢেউ এসে ডুবিয়ে দেয় আমায়;
আনমনায় কেটে যায় পল পল হাজার পল
ভাবনার যেনো শেষ নেই-অন্ত নেই
অথচ শ’ কাজ পড়ে থাকে টেবিল ছুঁয়ে।










